Advertisement
Us Bangla Airlines
রাজশাহী-বরিশালের মানুষের জন্য বড় সুখবর দিল বিসিবি

রাজশাহী-বরিশালের মানুষের জন্য বড় সুখবর দিল বিসিবি

খেলা ডেস্ক

২১ জুন ২০২৫, ১৪:২৭

বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ভেন্যু বরিশালে রাখার আহ্বান জানিয়েছিলেন ফরচুন বরিশালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান। কিন্তু নানান অজুহাতে এ বিষয়ে কর্ণপাত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএলের প্রসার আরও বাড়িয়ে দিতে এবার ভেন্যুর বাড়ানোর পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড।

গত বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো বোর্ড সভা সেরেছে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে বিপিএলের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বিসিবির পরিচালক মাহবুব আনাম। একই বৈঠকে বিপিএলের ভেন্যু বাড়ানো নিয়ে আলোচনা সেরেছে আমিনুল ইসলামের বোর্ড।

জানা গেছে, রাজশাহী বা বরিশালে বিপিএলের আরেকটি ভেন্যু করার ছক কষছে বিসিবি। তবে মাঠের উন্নতি আর পারির্পাশ্বিক সুবিধা বিবেচনা করে নতুন ভেন্যু ঠিক করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম।

বিপিএলে বেড়েছে প্রাইজমানি, কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

তিনি বলেন, ‘নতুন একটি ভেন্যু বাড়ানোর জন্য জোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে রাজশাহী কিংবা বরিশালের মাঠের নাম রয়েছে। এখন মাঠের উন্নতির ওপর নির্ভর করবে আসলে। দেখা যাক কি হয়। তবে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে।’

এদিকে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে থাকছেন। আরেক বিসিবি পরিচালক ফাহিম সিনহাকেও কাউন্সিলের সদস্য হিসেবে রাখা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির সবশেষ আসরটি বড় আশা নিয়ে শুরু হলে, পারিশ্রমিক বকেয়া রাখা এবং সন্দেহজনক পারফরম্যান্সের মতো কিছু বিষয় জল ঢেলেছে তাতে। 

এমআই