
বদলে গেল বিপিএল ফাইনালের সময়
খেলা ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের মাত্র এক ম্যাচ বাকি। আগামীকাল শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে সমাপ্তি টানবে বিপিএলের এবারের মৌসুম। কিন্তু ফাইনাল ম্যাচ শুরু হওয়ার একদিন আগেই শুরুর সময়ে পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই ম্যাচ এক ঘণ্টা এগিয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ফাইনাল ম্যাচে চিটাগাং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের শিরোপা ধরে রাখার মিশন। অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেওয়ার অপেক্ষায় কিংসরা। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটির আগেরদিন আজ (বৃহস্পতিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এ সময় তিনি ফাইনালে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।
তামিম বলেন, ‘আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেক বেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর আপনি যদি চাপ সরাতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।’
এমআই