
‘টেস্ট ক্রিকেটারদের জন্য টি-টোয়েন্টি খেলা সহজ’
খেলা ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৭
ক্রিকেটের তিন সংস্করণে খেলেন, বিশ্বে এমন ক্রিকেটারের সংখ্যাটা বেশ কম। বিশেষ করে যাদেরকে টেস্টের বিশেষ ক্রিকেটার মনে করা হয়, তাদের টি-টোয়েন্টি ক্রিকেটে খুব একটা কদর করা হয় না। বাংলাদেশেও এই চিত্রটা অভিন্ন নয়। টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিত মুমিনুল-সাদমানেরা চলতি বিপিএলে উপেক্ষিত। শুধু চলতি মৌসুম নয়, গত কয়েক আসর ধরেই তারা বিপিএলে ডাক পাচ্ছেন না।
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩২ বছর বয়সী পেসারকে একাদশে রাখে বরিশাল টিম ম্যানেজমেন্ট। ৫ উইকেট নিয়ে বাজিমাত করেন তিনি। এর মধ্যে এক ওভারে ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়েন ডানহাতি এই পেসার। অথচ নিজের দেশে টি-টোয়েন্টি স্কোয়াডে একবারও ডাক পাননি এই খেলোয়াড়।
পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন মোহাম্মদ আলী। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন তিনি। শিয়ালকোটের এই পেসার ‘টেস্ট স্পেশালিস্ট’ হিসেবেই বিবেচনা করা হয়। এমনকি সবশেষ পিএসএলে সর্বোচ্চ উইকেট পেলেও জাতীয় দলে ছিলেন উপেক্ষিত। এবার বিপিএলে সংবাদ সম্মেলনে এসে যেন টেস্ট খেলোয়াড়দের আক্ষেপের কথা স্মরণ করিয়ে দিলেন এই ক্রিকেটার।
গতকাল সংবাদ সম্মেলনে আলী বলেন, ‘লাল বলের ক্রিকেটার সাদা বলে ভালো করবে না এমনই ভাবা হয়। কিন্তু সাদা বলের ভালো করা আমার জন্য নতুন নয়। পাকিস্তানে সুযোগ পাই বা না পাই তাও আমি চেষ্টা করি উপভোগ করতে।’
পাকিস্তানি এ পেসার মনে করেন, টেস্ট ক্রিকেটারদের জন্য টি-টোয়েন্টি ম্যাচ খেলা উল্টো সহজ। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন। যারা টেস্ট বা চার দিনের ক্রিকেট খেলেন টি-২০ তাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। টি-২০ ক্রিকেটে বৈচিত্র থাকতে হয়। কন্ডিশন যাই হোক ভালো জায়গায় বোলিং করতে হয়। যারা টেস্ট খেলেন তাদের জন্য সংক্ষিপ্ত সংস্করণ সহজ হয়ে যায়।’
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটার বলে পিএসএলে সুযোগ পাননি মোহাম্মদ আলী। গত আসরে প্রথমবার সুযোগ পেয়েই মুলতান সুলতানসের জার্সিতে ১৯ উইকেট তুলেন এই ফাস্ট বোলার। এছাড়া গেল ডিসেম্বরে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে মাত্র ৯ ম্যাচেই ২২ উইকেট তুলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। এবার বিদেশি লিগে খেলতে এসেই ফাইফারসহ গড়লেন একাধিক রেকর্ড।
এমআই