Advertisement
Us Bangla Airlines
প্লে-অফের আগে ৪ বিদেশি তারকাকে দলে ভেড়াল রংপুর

প্লে-অফের আগে ৪ বিদেশি তারকাকে দলে ভেড়াল রংপুর

খেলা ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০২

ঘণ্টা দুয়েক পরেই প্লে-অফে নামছে রংপুর রাইডার্স। খুলনার বিপক্ষে এই ম্যাচ সোহানদের জন্য অঘোষিত ফাইনাল। ম্যাচ হারলেই বাদ পড়বে বিপিএলের শুরুতে টানা ৮ ম্যাচ জেতা দলটি। এমন সমীকরণকে সামনে রেখে দলে ৪ বিদেশি তারকাকে ভিড়িয়েছে রংপুর। যেখানে টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে পরিচিত আন্দ্রে রাসেলসহ আছেন আরও ৩ তারকা।

রংপুর রাইডার্স সূত্রে এ তথ্য জানা গেছে। রাসেল ছাড়াও এই দলে আছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড, ইংল্যান্ডের জেমস ভিন্স এবং ইংল্যান্ডের ডার্বিশায়ারের আগ্রাসী মিডল অর্ডার ব্যাটার অনেরিন ডোনাল্ড। আজ সকালেই তারা রংপুরের শিবিরে যোগ দিয়েছে বলে জানা গেছে।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল প্লে-অফের আগে বেশ কিছু বিদেশি তারকাদের দলে ভেড়াবে রংপুর রাইডার্স। বিশেষ করে আইএল টি-টোয়েন্টির লিগ পর্ব শেষ হওয়ার সুবাদে আন্তর্জাতিক তারকাদের অনেককেই পাওয়ার সুযোগ ছিল। যাদের মধ্যে সবার আগে নিউজিল্যান্ডের তারকা অ্যাডাম মিলনেকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। 

এরপরেই বড় চমক দিলো রংপুর রাইডার্স। টি-টোয়েন্টি ক্রিকেটের একেবারেই সুপরিচিত মুখ আন্দ্রে রাসেল, টিম ডেভিডকে দলে টানলো তারা। সঙ্গে আছে ইংলিশ তারকা জেমস ভিন্স। পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ার পর রংপুরে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটাই যেন এবারে পূরণ করেছে তারা। 

এমআই