
অলরাউন্ডার হয়ে কেন নিয়তিকে দুষছেন সাইফউদ্দিন
খেলা ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ১৯:০৩
শেষ ওভারে রংপুরের জিততে প্রয়োজন ছিল ২৫ রান। ১ বাউন্ডারি আর ৩ ছক্কায় ২২ রান নিয়েছিলেন মোহাম্মদ সাউফউদ্দিন। ম্যাচের ‘হিরো’ হতে গিয়েও শেষ পর্যন্ত খলনায়ক বনে গেছেন সাইফউদ্দিন। এমনকি হেরে যাওয়ার পর আক্ষেপ-আফসোস ঠাঁই নিয়েছে এই অলরাউন্ডারের অবয়বে। ২ রানের আক্ষেপ নিয়ে মাঠে নিশ্চুপ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন তিনি।
দুর্বার রাজশাহীর বিপক্ষে আসরের দ্বিতীয় হার দেখেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রংপুর রাইডার্স। হেরে যাওয়া ম্যাচে ৬টি চার ও ৩টি ছক্কায় ৩১ বলে অপরাজিত ৫২ রান করেন সাইফউদ্দিন। যা রংপুরের হয়ে গতকালের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। ব্যাট হাতে সাইফউদ্দিন যে কার্যকরী হতে পারেন, রাজশাহীর বিপক্ষে সেটারই প্রমাণ দেখালেন তিনি।
তাসকিনদের বিপক্ষে হারের পর নিজের ব্যাটিং সামর্থ্য নিয়ে এবার মুখ খুলেছেন ফেনীর ছেলে। এমনকি সামর্থ্য থাকার পরেও সুযোগ না পাওয়ার আক্ষেপ করেছেন তিনি। নিজেকে নিয়ে ফেসবুকে এই অলরাউন্ডার লিখেন, ‘বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই আমি হতে চেয়েছিলাম ব্যাটিং অলরাউন্ডার। নিয়তি আমাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিল।’
বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ব্যাট হাতেও যে কার্যকরী, তার প্রমাণ দিয়েছেন বেশ কয়েকবার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে রোহিতদের বুকে কাঁপন ধরিয়েছিলন এই অলরাউন্ডার। একই বছরে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটোতেই খেলেছেন চল্লিশোর্ধ ইনিংস।
এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অষ্টম উইকেটে ইমরুল কায়েসের সাথে ১২৭ রানের ম্যাচ জয়ী পার্টনারশিপ গড়েন সাইফউদ্দিন। ইমরুলের সেঞ্চুরিতে সেই ম্যাচে ঢাকা পড়ে যায় সাইফের ব্যাটিং অবদান। এরপর আরও সুযোগ পেলেও ম্যাচে আলো কাড়ার মতো অবদান রাখতে পারেননি এই সব্যসাচী অলরাউন্ডার।
বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত মোহাম্মদ সাইফউদ্দিন। সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২১ সালে, আর গেল বছর টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। এবার ফেসবুকে নিজের ব্যাটিং সামর্থ্যের কথা যেন নির্বাচকদের আরেকবার স্মরণ করিয়ে দিলেন এই অলরাউন্ডার।
এমআই