Advertisement
Us Bangla Airlines
ইতিহাস গড়ার অপেক্ষায় বিপিএলের ফাইনাল ম্যাচ

ইতিহাস গড়ার অপেক্ষায় বিপিএলের ফাইনাল ম্যাচ

খেলা ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫

ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা টানবে বিপিএলের একাদশ আসর। নতুনত্বের স্লোগান নিয়ে শুরু করা এবারের আসর ডুবেছে বড় সমালোচনায়। পারিশ্রমিক ইস্যু এবং ফিক্সিং গুঞ্জনে বেশ বিতর্কিত হয়েছে এবারের মৌসুম। যদিও বাইশ গজে আসলেই পরিবর্তনের ছোঁয়া লেগেছিল চলতি বিপিএলে। রানবন্যায় মেতেছে পুরো আসর।

একাদশ বিপিএলে ১১ বার ২০০ বা তার বেশি স্কোর দেখেছে ক্রিকেট ভক্তরা। যা পুরো বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালসের করা ২৫৪ রানও বিপিএলে নতুন ইতিহাস গড়েছে। এবার ফাইনাল ম্যাচের আগের আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায় বিপিএলের একাদশ আসর।

টুর্নামেন্টটির দ্বিতীয় কোয়ালিফায়ারে সবশেষ ছক্কাটি মেরেছিলেন আলিস আল ইসলাম। ১৮তম ওভারে জেসন হোল্ডারের বলে আলিসের ছক্কাটি আসরের ৬৯৯তম ছক্কা। আরেকটি ছয়ের দেখা পেলে টুর্নামেন্টে প্রথমবারের মতো ৭০০ ছক্কার দেখা পেত বিপিএল। তবে কোয়ালিফায়ারের সেই সুযোগ না আসায় এই মাইলফলকের জন্য তাকিয়ে থাকতে হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে।

আগামী ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস। টুর্নামেন্টের শেষ ম্যাচে একটি ছক্কা হলেই নতুন মাইলফলকে নাম লেখাবে এবারের বিপিএল।

অবশ্য রানবন্যার এবারের মৌসুম ইতোমধ্যে ছক্কার রেকর্ড ছাড়িয়েছে। ৪৫ ম্যাচেই ৬৯৯টি ছক্কা হাঁকিয়েছেন তামিম-নাইমেরা। এর আগে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল বিপিএলের ২০১৯-২০ মৌসুমে। সেবার ৪৬ ম্যাচে ৬২১টি ছক্কা দেখেছিল ক্রিকেট ভক্তরা। এছাড়া ২০২৩-২৪ আসরে ৫৯৮ ছক্কা হয়েছিল।

ছক্কার রেকর্ড গড়ার মৌসুমে ব্যক্তিগত অর্জনে নতুন মাইলফলক দেখা গিয়েছে। দেশি ব্যাটারদের হয়ে চলতি মৌসুমে ছক্কার রেকর্ড গড়েছেন ঢাকার ওপেনার তানজিদ হাসান তামিম। ১২ ইনিংসে ৩৬ ছক্কা মেরেছেন এই ওপেনার। এছাড়া খুলনার টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখও ছক্কা মেরেছেন ৩০টি। 

এমআই