
বিপিএলের টাকা এখনো পায়নি, বিসিবির চাঞ্চল্যকর স্বীকারোক্তি!
খেলা ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৬:০৬
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সবক্ষেত্রেই নানান প্রতিকূলতা দেখা গিয়েছিল। চ্যালেঞ্জ নিয়ে বিপিএল শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তনের গল্প শুনিয়েও বিপিএলে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। উল্টো অব্যবস্থাপনায় বেশ সমালোচনার মুখে পড়েছিল সবশেষ বিপিএল।
আসর শেষ হওয়ার এত মাস পার হলেও এখনো ক্রিকেটারদের টাকা পরিশোধ করেনি বিপিএল ফ্র্যাঞ্চাইজি। এমনকি বিসিবিকেও পাওনা টাকা বুঝিয়ে দেয়নি দলগুলো। শুধু তা-ই নয়, নিজেদের অব্যবস্থাপনা আর অভ্যন্তরীণ কোন্দলে এখন পর্যন্ত বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান থেকে পাওনা অর্থ পায়নি তারা।
তাতে বিপিএলে আয়ের পরিবর্তে লোকসানের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম।
গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহবুব আনাম বলেন, ‘কমার্শিয়াল রাইটের সকল টাকা পাওয়া যায়নি। সকল টাকা যদি পাই, তাহলে হয়তো দুই-আড়াই কোটি টাকা লাভ হতে পারে। আর যদি সেখানে না পাওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলেও ক্ষতির ভাগিদার হতে হবে।’
বিপিএলকে টাকা বানানোর মেশিন মনে করেন না জানিয়ে মাহবুব আনাম বলেন, ‘আয়ের দিক চিন্তা না করে বিনিয়োগ করে এটার ভাবমূর্তিটাকে ভালো করতে হবে। স্পোর্টিংয়ের যত জায়গায়-ই থাকুক, এটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু। একটা সময় আইপিএলের পরের ইভেন্ট-ই ছিল বিপিএল। যদি জনপ্রিয়তার কথা ধরি। সেখানে আনতে হলে দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্জাইজি দরকার।’
নতুন আয়োজন নিয়ে দবিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান বলেন, ‘গভর্নিং কাউন্সিলটা আমি মনে করি বর্ধিত করা দরকার। এখানে আরও দক্ষ লোক আসা দরকার। ফ্র্যাঞ্চাইজি থেকেও প্রতিনিধি আসা দরকার। আমরা সবাই একসঙ্গে। এটা অনেক বিষয়ের সমাধান করবে।’
এমআই