Advertisement
Us Bangla Airlines
মুশফিকের যে রেকর্ডটা ভাঙতে চান না লিটন দাস

মুশফিকের যে রেকর্ডটা ভাঙতে চান না লিটন দাস

খেলা ডেস্ক

১৮ জুন ২০২৫, ২০:৪০

নব্বইয়ের ঘরে পা রাখলে লিটনের হাঁসফাঁস নতুন কিছু নয়। সাদা পোশাকের ক্রিকেটে এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন একাধিকবার। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেও নব্বইয়ের ঘরে পা রাখা অস্থির লিটনকে দেখা গেছে। রান বের করতে না পারায় ভুল শটে উইকেট বিলিয়ে এসেছেন তিনি। ফলে আরেকটি শতক থেকে বঞ্চিত হলেন এই ক্রিকেটার।

৪৯ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ৯০–এর ঘরে আউট হয়েছেন লিটন দাস। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৪ রানে আউট হয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালে হারারেতে ফিরেছিলেন ৯৫ রান করে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে গলে ৯০ রান করে বিদায় নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে আক্ষেপেই কাটলো বাংলাদেশের দ্বিতীয় দিন

সাদা পোশাকের ক্রিকেটে ‘নার্ভাস নাইন্টিজে’ কাটা পড়ার সংখ্যায় লিটন দ্বিতীয়। নড়বড়ে নব্বইয়ে তিনবার আউট হওয়া লিটনের ওপরে আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা এ ক্রিকেটার চারবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন। লিটন দাস নিশ্চিতভাবেই মুশফিকের এই রেকর্ড ভাঙতে চাইবেন না।

মুশফিক-লিটন ছাড়াও নার্ভাস নাইন্টিজে আউট হওয়ার ঘটনায় নাম লিখিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাংলাদেশের এই দুই তারকা তিনবার করে নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন। এছাড়া হাবিবুল বাশার ও নাসির হোসেন লাল বলের ক্রিকেটে দুইবার নব্বইয়ের ঘরে কাটা পড়েছেন।

টেস্ট ক্রিকেটে লিটন দাস ২১ বার ৫০ বা তার বেশি রান করেছেন। এরমধ্যে সেঞ্চুরির সংখ্যা চারটি। ৭০-৯৯ রানের মধ্যে আটবার আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। পঞ্চাশোর্ধ ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তর করতে লিটন কতটা ব্যর্থ, তার প্রমাণ দিয়েছেন আরেকবার।

সাদা পোশাকের ক্রিকেটে নার্ভাস নাইন্টিজে সবচেয়ে বেশি আউট হয়েছেন ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার। টেস্টে মোট ১০ বার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন তিনি। ৯ বার করে নব্বইয়ের ঘরে আউট হয়ে তালিকায় পরের দুটি স্থান দখল করেছেন ভারতের রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার মাইকেল স্লাটার।

এমআই