Advertisement
Us Bangla Airlines
বিপিএলের ভেন্যু হওয়ার দৌড়ে ৪ স্টেডিয়াম

বিপিএলের ভেন্যু হওয়ার দৌড়ে ৪ স্টেডিয়াম

খেলা ডেস্ক

১১ জুলাই ২০২৫, ২০:৫৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গেল কয়েকবছর ধরে ভেন্যু হিসেবে তিনটি স্টেডিয়ামকে ব্যবহার করা হয়েছে। চলতি বছরে ভেন্যুর সংখ্যা বাড়বে বলে আগেভাগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের আগামী আসরে নতুন ভেন্যুর দৌড়ে ৪ নাম রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম। তবে কোন স্টেডিয়ামকে নতুন ভেন্যু হিসেবে নির্ধারণ করা হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে ক্রিকেটার-সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পরামর্শ চাইবে বলে জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘বগুড়া ও খুলনা স্টেডিয়াম ইতোমধ্যেই অডিটের জন্য পাঠানো হয়েছে, বরিশাল স্টেডিয়ামে কাজ চলছে, এবং রাজশাহী স্টেডিয়াম নিয়েও জাতীয় ক্রীড়া পরিষদ কাজ করছে। এই চারটির মধ্যে যেগুলো মানদণ্ডে উত্তীর্ণ হবে, সেগুলো পরবর্তী বিপিএলে যোগ হতে পারে।।’

এদিকে বিপিএলের মান উন্নয়নের জন্য ফ্র্যাঞ্চাইজি, স্পন্সর, সাংবাদিক, সমর্থকদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। তিনি বলেন, ‘বিপিএল সম্পর্কে আমরা বিভিন্ন স্টেকহোল্ডার থেকে একটি ধারণা নিতে চাই।’

মাহবুব আনাম বলেন, ‘মিডিয়া হাউজ, সংবাদ কর্মীদের সঙ্গে আমরা একটি আলোচনা প্রোগ্রাম আয়োজন করব। খেলোয়াড়, কোচ, টেকনিক্যাল স্টাফ, পাঁচ ফ্র্যাঞ্চাইজি, স্পন্সর ও কমার্শিয়াল পার্টনারদের সঙ্গে আলোচনা করব। আবেদনপত্রের মাধ্যমে সমর্থকদের সঙ্গেও একটি প্রোগ্রাম আয়োজনের চেষ্টা করব। যেখানে জানার চেষ্টা করব, সমর্থকরা কী চায়।’

এমআই