Advertisement
Us Bangla Airlines
বিপিএলে নতুন চমক, আসছে নোয়াখালীর দল!

বিপিএলে নতুন চমক, আসছে নোয়াখালীর দল!

খেলা ডেস্ক

৩০ জুন ২০২৫, ১৬:৫৫

দেশের বিভিন্ন বিভাগীয় নামের দল নিয়ে আয়োজিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জেলা হিসেবে বিপিএলে একমাত্র দল ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিপিএলে সবচেয়ে বেশি শিরোপা জেতা এই দলটি গেল আসরে অংশ নেয়নি। বিপিএলের আগামী মৌসুমে কুমিল্লা থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার ঘোর কাটছে না।

কুমিল্লার অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য না জানা গেলেও বিপিএল নিয়ে চমকপ্রদ তথ্য জানা গেছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টে নতুন দল হিসেবে অংশ নিতে চাচ্ছে নোয়াখালীর একটি দল। বিপিএলে অংশ নিতে চাওয়া এই দলের নাম রাখা হয়েছে নোয়াখালী রয়্যালস।

বিপিএল ট্রফি নিয়ে যেদিন বরিশালে যাচ্ছেন তামিমরা

বিপিএলে অংশ নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ইতোমধ্যে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস। গত ২৪ জুন ফ্র‍্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে শায়ানস গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। আজ সোমবার বিসিবিতে আবেদনপত্র জমা দিয়েছে দলটির মালিকপক্ষ।

গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে শায়ানস গ্লোবাল জানায়, বিপিএলে দল নেয়ার পাশাপাশি নোয়াখলী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা। এছাড়া, বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ হওয়ার আবেদন জানিয়েছে তারা। ইতোমধ্যে আনুষ্ঠানিকতাও সেরেছে দলটি।

এদিকে শায়ানস গ্রোবালের প্রতিনিধি আজ গণমাধ্যমকে বলেন, ‘একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কি না এবং নিলেও কি কি ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।’

রাজশাহী-সিলেটের কাছে এখনো যত টাকা পাবে বিসিবি

নতুনত্বের স্লোগান নিয়ে শুরু হয়েছিল বিপিএলের ১১তম আসর। কিন্তু বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়ে পর্দা টেনেছে ফারুক আহমেদের নেতৃত্বাধীন এ বছরের বিপিএল। ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন থেকে শুরু করে ম্যাচ বর্জনের হুমকি দিয়েছিল।

তাতেও দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের অনিয়মে পরিবর্তন আসেনি। ফলে বিপিএলের এই দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলাদা করে ভাবতে পারে বিসিবি। সেক্ষেত্রে নতুন দল হিসেবে নোয়াখালী রয়্যালসের আত্মপ্রকাশ হতে পারে। বিসিবির অনুমোদন পেলেই আগামী আসরে দলটির অংশগ্রহণ চূড়ান্ত হবে।

এমআই