Advertisement
Us Bangla Airlines
খুলনাকে হারিয়ে এনসিএলে অপরাজিত চ্যাম্পিয়ন রংপুর

খুলনাকে হারিয়ে এনসিএলে অপরাজিত চ্যাম্পিয়ন রংপুর

খেলা ডেস্ক

১২ অক্টোবর ২০২৫, ২১:২৫

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে রংপুর। প্রথম আসরের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল উত্তরবঙ্গের দলটি। ফাইনালে খুলনাকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রেখেছে নাসির হোসেনের দল।

১৩৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল রংপুর। ওপেনার নাসির হোসেন ও জাহিদ জাভেদের উদ্বোধনী জুটিতে আসে ৬১ রান। ২৪ বলে ২৭ রান করে জাহিদ ফেরার পর ৩১ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলে বিদায় নেন নাসির। বাকি কাজটা সেরে ফেলেন নাঈম ইসলাম ও আকবর আলী। 

দুজনে গড়েন ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি। নাঈম ৪০ ও আকবর ১৯ রানে অপরাজিত থেকে দলকে এনে দেন সহজ জয়। এ নিয়ে টানা দুইবার এনসিএলের শিরোপা জিতল রংপুর বিভাগ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় খুলনা। দ্বিতীয় বলেই ফিরেন ওপেনার ইমরানুজ্জামান, এরপর এনামুল হক বিজয় রানআউট আর সৌম্য সরকার বোল্ড। মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে হুমড়ি খেয়েছে খুলনা বিভাগ।

আফিফ হোসেন, শেখ পারভেজ জীবন, জিয়াউর রহমানরা ছোট ছোট ইনিংস খেললেও রংপুরের বোলিং আক্রমণের সামনে কেউই দাঁড়াতে পারেননি। একমাত্র কিছুটা লড়াই করেন মিঠুন ও মৃত্যুঞ্জয়। তাদের ৪৪ রানের জুটিতে স্কোরবোর্ড কিছুটা সচল হয়। কিন্তু ১৮তম ওভারে মামুনের টানা দুই বলে মিঠুন (৪৪) ও অভিষেক আউট হলে আশার প্রদীপ নিভে যায়।

শেষ পর্যন্ত খুলনার ইনিংস থামে ১৩১ রানে, যা রংপুরের মতো ব্যালান্সড ব্যাটিং লাইনআপের জন্য ছিল অনেকটাই সহজ টার্গেট। স্বাচ্ছন্দ্যের লক্ষ্যকে সরল সমীকরণে মিলিয়েছে রংপুরের ওপেনিং জুটি। ৪ রানের আক্ষেপ নিয়ে নাসির ফিরলেও দলের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ নাইম ও অধিনায়ক আকবর আলী।

এমআই