
বরিশাল না রাজশাহী, বিপিএলের নতুন ভেন্যু নির্ধারণে ব্যস্ত বিসিবি
খেলা ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ২১:০৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কি এবার রাজশাহীতেও বসতে যাচ্ছে? দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এবার বাস্তব পদক্ষেপ নিতে দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নতুন ভেন্যু নির্ধারণে বরিশাল ও রাজশাহীর মধ্যে চলছে জোর প্রস্তুতি, আর রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ঘিরে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বিসিবির একাধিক ইউনিট।
আজ সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে আসেন বিসিবির ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম ও এইচপি বিভাগের চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। মাঠ, ইনফ্রাস্ট্রাকচার, আবাসন ও সম্প্রচার সুবিধা ঘুরে দেখে তারা আশাবাদী মন্তব্য করেছেন।
স্টেডিয়াম ছাড়াও আশপাশের আবাসন সুবিধা ও অনুশীলনের ব্যবস্থা দেখেছেন বিসিবি প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, পরবর্তী ধাপে সমন্বয় সভায় প্রতিবেদন পর্যালোচনার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সংস্কার ব্যয় ও সময় নির্ধারণ করবে।
চলতি বছরেই রাজশাহীতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের ম্যাচে দর্শকদের বিপুল সাড়া বিসিবিকে উৎসাহিত করেছিল। তারই ধারাবাহিকতায় এইবার উদ্যোগটি যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে মাঠে গড়ায়—এটাই প্রত্যাশা স্থানীয় ক্রিকেটপ্রেমীদের।
এদিকে বরিশালও নতুন ভেন্যু হিসেবে বিবেচনায় থাকলেও অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রচারসুবিধার দিক থেকে রাজশাহী কিছুটা এগিয়ে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা নির্ভর করবে পরবর্তী বোর্ড সভা ও এনএসসির অনুমোদনের ওপর।
তবে বিসিবির ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম বলেছেন, ‘রাজশাহী স্টেডিয়ামের ৭০ ভাগ সক্ষমতা রয়েছে। আগামী এক মাসে বাকি অংশের উন্নয়ন শেষ করতে চাই আমরা। এরপর সমন্বয় সভায় প্রতিবেদন পর্যালোচনা হবে। ইতিবাচক সিদ্ধান্ত পেলে সংস্কার ব্যয় ও সময়সূচি নির্ধারণ করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।’
বিসিবি পরিচালকের এমন মন্তব্যের পর নতুন করে স্বপ্ন দেখতেই পারে রাজশাহীর মানুষ। বাকিটা কেবল সময়ের অপেক্ষা মাত্র।
এমআই