
বাংলাদেশের ২৮০৯ দিনের পুরনো রেকর্ড ভাঙল ভারত
খেলা ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১৯:৩৪
টেস্ট ক্রিকেটে বড় রান নতুন কোনো ঘটনা নয়। ৬০০ বেশি স্কোর দেখা গিয়েছে দেড়শ বার। এমনকি এক ইনিংসে সাড়ে ৯০০ রানও রয়েছে সাদা পোশাকের ক্রিকেটে। আধুনিক ক্রিকেটে বড় রানের প্রভাব খুব একটা দেখা না গেলেও ৫০০ রান হারহামেশাই দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫১৮ রান করেছে ভারত।
জয়সোয়াল ও গিলের সেঞ্চুরিতে ভারতের পাঁচ শতাধিক রানও তেমন বিষয় নয়। তবে এই রান করতে গিয়ে ২৮০৯ দিনের পুরনো রেকর্ড ভেঙেছে শুভমান গিলের দল। গতকাল শনিবার (১১ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে বাই ও লেগ বাই ছাড়া এক ইনিংসে ৫১৮ রান করে নতুন ইতিহাস গড়েছে তারা।
অতিরিক্ত রানের খুব একটা সহায়তা ছাড়াই টেস্টে পাঁচশ রান করা একমাত্র দল ছিল বাংলাদেশ। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১৩ রান করেছিল টাইগাররা। সেই ম্যাচে অতিরিক্ত ছিল কেবল ৪টি নো বল ও ৫টি ওয়াইড। তবে শ্রীলঙ্কা সেদিন একটিও বাই বা লেগ বাই দেননি।
৭ বছর ৮ মাস পর পুনরায় বাই ও লেগ বাই ছাড়া পাঁচ শতাধিক রান করল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রান সংগ্রহ করেছে তারা। এই ইনিংসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র যশস্বী জয়সওয়াল, করেছেন ১৭৫ রান। গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট না হলে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেতেন তিনি।
ভারতের বড় রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ২৪৮ রানে, তাতে ফলোঅনে পড়েছে ক্যারিবিয়ানরা। তবে দ্বিতীয় ইনিংসে অর্ধশত রান তুলতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে শাই হোপ আর ক্যাম্পবেলের ফিফটি কোনো অঘটন ছাড়াই তৃতীয় দিন শেষ হয়েছে।
এমআই