Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

খেলা ডেস্ক

১২ অক্টোবর ২০২৫, ১৮:০৩

আফগানিস্তানের কাছে সিরিজ হার শুধু মনোবলে নয়, বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়েও বড় ধাক্কা দিয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে র‌্যাঙ্কিংয়ে থাকতে হবে সেরা আটে। কিন্তু বর্তমানে বাংলাদেশ রয়েছে দশ নম্বরে। সামনে আর খুব বেশি ম্যাচেরও সুযোগ নেই।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলবে মোট ১৪টি দল। শীর্ষ আট দল সরাসরি খেলবে, বাকি ছয় দলকে পাড়ি দিতে হবে বাছাইপর্বের বাধা। বাংলাদেশ এখন ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে আছে দশ নম্বরে। তাদের ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজ (৮০ পয়েন্ট) ও ইংল্যান্ড (৮৮ পয়েন্ট)। বাস্তবতা হলো—ইংল্যান্ডকে টপকানো প্রায় অসম্ভব। তাই নজর ওয়েস্ট ইন্ডিজের দিকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজই হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের শেষ বড় সুযোগ। এই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে বাংলাদেশ প্রবেশ করতে পারে শীর্ষ আটে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স দেখে সেই আশায় ভরসা রাখা কঠিন। আফগানিস্তানের কাছে সিরিজ হেরে মনোবল এমনিতেই তলানিতে।

আগামী বছর ভারতের বিপক্ষে একটি সিরিজ রয়েছে সূচিতে, তবে রাজনৈতিক কারণে সেটি অনিশ্চিত। ফলে র‍্যাঙ্কিং উন্নতির সম্ভাব্য শেষ সুযোগ বলতে গেলে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজই। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় এলেও, র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না। বাংলাদেশ থাকবে দশ নম্বরেই।

বাংলাদেশ এখন পারফরম্যান্সের চেয়ে সমীকরণে বেশি জোর দিচ্ছে। মাঠে যখন ফল নেই, তখন কাগুজে হিসাবই ভরসা। কিন্তু এমন অবস্থায় বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে হিসাব নয়, দরকার মাঠের লড়াইয়ে স্পষ্ট জবাব। মিরাজরা কবে থেকে জবাব দেওয়া শুরু করবেন, সেটাই এখন দীর্ঘ প্রতীক্ষা।

এমআই