Advertisement
Us Bangla Airlines
‘বাংলাদেশ বল নয়, রশিদকে খেলেছে’

‘বাংলাদেশ বল নয়, রশিদকে খেলেছে’

খেলা ডেস্ক

১২ অক্টোবর ২০২৫, ১৪:১৫

আফগান লেগস্পিনার রশিদ খান বরাবরের মতো এবারও বাংলাদেশের ব্যাটারদের বিভ্রান্ত করেছেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একাই তুলে নিয়েছেন ৫ উইকেট, খরচ করেছেন মাত্র ১৭ রান। ফলে মাত্র ১০৯ রানে গুঁড়িয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল, হেরেছে ৮১ রানের বড় ব্যবধানে।

ব্যাটারদের এমন বিপর্যয়ের কারণ স্পষ্ট করেছেন স্পিন কোচ মুশতাক আহমেদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার পর্যবেক্ষণ—ওরা বল খেলছে না, খেলছে রশিদকে। এটাই ভুল। রশিদ খুব বেশি স্পিন করায় না, কিন্তু তার লাইনে ধারাবাহিকতা আছে, টেম্পারমেন্ট আছে, উইকেট শিকারের দক্ষতা আছে। এই জায়গাটায় আমাদের উন্নতি করতে হবে।’

মুশতাক আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট মানেই মানসিক দৃঢ়তা। আপনি যদি টেম্পারমেন্ট ধরে রাখতে পারেন, তাহলে যেকোনো বোলারকে খেলা সম্ভব। আমরা সেই জায়গায় পিছিয়ে। আমাদের ব্যাটাররা বুঝে উঠতে পারছে না কখন ডিফেন্ড করতে হবে, কখন স্ট্রাইক রোটেট করতে হবে।’

সিরিজ হারের পর মিরাজ যেমন ব্যাটারদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন, ঠিক তেমনি মুশতাক আহমেদ ব্যাটিং মাইন্ডসেটের দিকেই ইঙ্গিত করেছেন মূল ঘাটতির জায়গা হিসেবে।

বিশেষ করে কম রানের লক্ষ্য তাড়ায় সাবধানী ব্যাটিংয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘রশিদের মতো যারা উইকেট টু উইকেট বল করে, তাদের বিপক্ষে অযথা আগ্রাসন আত্মঘাতী সিদ্ধান্ত। আপনাকে জানতে হবে কীভাবে সিঙ্গেল নিতে হয়, কীভাবে গ্যাপে খেলতে হয়। পিচ ধীর হলে স্ট্রাইক রোটেশনই সবচেয়ে বড় অস্ত্র। আমরা সেটাই পারছি না।’

এমআই