Advertisement
Us Bangla Airlines
হামজাকে অধিনায়ক করার পরামর্শ

হামজাকে অধিনায়ক করার পরামর্শ

খেলা ডেস্ক

১১ অক্টোবর ২০২৫, ২০:৫৭

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব অনেকদিন ধরেই ঘুরেফিরে জামাল ভূঁইয়ার কাঁধে। সেই জামালের একাদশে জায়গা এখন অনিয়মিত। ফলে নেতৃত্বের ভার পড়ছে কখনো তপু বর্মণের ওপর, কখনো সোহেল রানার হাতে। তবে এই জায়গায় এবার হামজা চৌধুরীর নাম প্রস্তাব দিলেন সাবেক গোলরক্ষক আমিনুল হক।

জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া উৎসবে এসে আমিনুল বলেন, ‘হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে, তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার থাকবে। তাঁর মধ্যে নেতৃত্বের গুণ আছে, তিনি লেস্টার সিটির মতো ক্লাবেও অধিনায়কত্ব করেছেন।’

৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে সোহেল রানার নেতৃত্বে মাঠে নামে বাংলাদেশ। তবে ম্যাচজুড়ে যিনি সবচেয়ে গোছানো পারফরম্যান্স দেখিয়েছেন, মাঠে যাঁর আচরণ ছিল নেতৃত্বগুণে ভরা—তিনি হামজা চৌধুরী। সেই পারফরম্যান্সই হয়তো আমিনুলকে আশাবাদী করেছে।

তাঁর মতে, বারবার অধিনায়ক বদলের এই ধারা দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। আমিনুল বলেন, ‘একেক জনকে একেক সময় দায়িত্ব দিলে স্বাভাবিকভাবেই দ্বিধা তৈরি হয়। কিন্তু হামজা অধিনায়ক হলে কেউ দ্বিমত করবে না। এতে দলও অনুপ্রাণিত হবে। ফেডারেশন যদি ভবিষ্যতে তাকে দায়িত্ব দেয়, তাহলে তা হবে ফুটবলের জন্য ইতিবাচক।’

কেবল নেতৃত্ব নয়, জাতীয় দলে একজন পেশাদার মনোবিদ রাখার পরামর্শও দিয়েছেন এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘আমি নিজেও খেলোয়াড়ি জীবনে মনোবিদের পরামর্শ নিয়েছি। মাঠে চাপ সামলাতে খেলোয়াড়দের পাশে একজন মনোবিদ থাকা দরকার।’

এমআই