
জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলে চমক, নতুন মুখ কে?
খেলা ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ১৬:২১
জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম পেয়েছেন তাসকিন আহমেদ। পিএসএলে খেলতে যাওয়ার কারণে ঘোষিত লিটন দাসের না থাকা প্রকাশ্যই ছিল। সাদা পোশাকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব।
অধিনায়কত্ব নিয়ে নানান গুঞ্জন চললেও এই সিরিজে নেতৃত্ব সামলাবেন নাজমুল হোসেন শান্ত। ডেপুটি হিসেবে যথারীতি থাকছেন মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে পুনরায় সাদমান-জাকির-জয়ের ওপর আস্থা রাখছে বাংলাদেশ। নাইম শেখের দলের আসার নানান জল্পনা চললেও স্কোয়াডে জায়গা পাননি তিনি।
মিডল অর্ডারে রয়েছে অভিজ্ঞ তিনি মুখ। মুমিনুল, নাজমুলের সঙ্গে আছেন সবচেয়ে বেশি টেস্ট খেলা মুশফিকুর রহিম। লিটনের জায়গায় সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। বিকল্প উইকেটরক্ষক হিসেবে দলে আছেন জাকের আলী অনিক।
স্পিন আক্রমণে যথারীতি রয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এছাড়া সাদা পোশাকের নিয়মিত মুখ তাইজুল ইসলামের সঙ্গে আছেন ডানহাতি স্পিনার নাঈম হাসান।
পেস বোলিং আক্রমণে পিএসএলে ডাক পাওয়া নাহিদ রানা রয়েছেন প্রথম টেস্টের একাদশে। এছাড়া খালেদ আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে ফাস্ট বোলিং ইউনিটে নতুন সংযোজন তানজিম হাসান সাকিব। তবে গোড়ালির ইনজুরির জন্য এ সিরিজে বিশ্রাম পেয়েছেন তাসকিন আহমেদ।
দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে তারা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
একনজরে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
এমআই