
টেস্টে সর্বাধিক ফাইফার নিয়ে তাইজুলের রেকর্ড
খেলা ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ২২:৫২
সাদা পোশাকে বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় তাইজুল ইসলাম। সাকিবের জন্য দলের বাঁহাতি স্পিনারের সমন্বয়জনিত কারণ ছাড়া সাধারণত তাকে বেঞ্চে বসে থাকতে হয়নি। দলের প্রয়োজনে যখনই সুযোগ পেয়েছেন, প্রায়ই মনে রাখার মতো অবদান রেখেছেন এ বাঁহাতি। সাকিবের অনুপস্থিতিতে তাইজুল এখন টেস্ট দলের নিয়মিত সদস্য। সবশেষ ক্যারিবিয়ান সিরিজের দ্বিতীয় ম্যাচে তুলেছেন প্রতিপক্ষের ৫ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেওয়া ফাইফারে রেকর্ড গড়েছেন তাইজুল। সাদা পোশাকের ক্রিকেটে গত ছয় বছরে বল হাতে সর্বোচ্চ ১২ বার ফাইফার নিয়েছেন তিনি। তাইজুলের রেকর্ডে অবশ্য ভাগ বসিয়েছেন আরও দুই ক্রিকেটার। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত তাইজুলের সমানসংখ্যক ফাইফারের কীর্তি গড়েছেন প্যাট কামিন্স ও নাথান লায়ন।
ইনিংসের সংখ্যায় কামিন্স-নাথান থেকে ঢের এগিয়ে তাইজুল ইসলাম। সবশেষ ৬ বছরে ৬২ ইনিংস খেলে ১২ ইনিংসেই ৫ উইকেটের দেখা পেয়েছেন এ স্পিনার। যেখানে দুই অজি সতীর্থ প্যাট কামিন্সের লেগেছে ১০৩ ইনিংস আর নাথান লায়নের লেগেছে ১০৬ ইনিংস।
গত ছয় বছরে সর্বাধিক ফাইফার নেয়ার সেরা পাঁচ জনের তালিকায় আছেন ভারতীয় দুই বোলার। ৯৭ ইনিংস খেলা রবিচন্দ্রন অশ্বিন ১১ বার এবং ৮১ ইনিংস খেলা সময়ের সেরা ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহও ১১ বার পাঁচ উইকেট দখলে নিয়েছেন।
বাঁহাতি স্পিনার হিসেবে এ তালিকায় তাইজুলের আশেপাশে অবশ্য কেউ নেই। এমনকি তাইজুলের অভিষেকের পর থেকে তার চেয়ে বেশি ফাইফার কেউ নিতে পারেননি।
২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দলে অভিষেক হয় তাইজুলের। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত লাল বলের ক্রিকেটে ৯১ ইনিংস বল করে ১৫ বার পাঁচ উইকেট নিয়েছেন ৩২ বছর বয়সী এ ক্রিকেটার। বাঁহাতি স্পিনার হিসেবে যা টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যা। একইসময়ে ১২৪ ইনিংস খেলা রবীন্দ্র জাদেজা ১৩ বার ফাইফার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।
উল্লেখ্য, টেস্ট ইতিহাসে সর্বাধিক ফাইফার নিয়ে শীর্ষে আছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ১৩৩ টেস্ট খেলে ৬৭ ইনিংসেই ফাইফার তুলেছেন তিনি। ১০৬ ম্যাচে ৩৭ বার ফাইফার নিয়ে তালিকার দুইয়ে আছেন অশ্বিন। ৭১ টেস্টে ১৯ বার ফাইফার নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে তালিকার আছেন সাকিব আল হাসান।
এমআই