
এশিয়া কাপে হারলেও আপাতত দেশে ফিরছে না বাংলাদেশ
খেলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫
এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ১৩৬ রানের সহজ লক্ষ্যও টপকাতে পারেনি দলটি। নির্ধারিত ওভারে ১২৪ রানে থেমে গিয়ে ১১ রানে হারে লিটন দাসের দল। ফলে এশিয়া কাপে চতুর্থ ফাইনাল খেলার স্বপ্ন সেখানেই শেষ।
এশিয়া কাপে হারলেও আপাতত দেশে ফেরার অপেক্ষায় নেই ক্রিকেটাররা। আপাতত সংযুক্ত আরব আমিরাতেই থেকে যাচ্ছে বাংলাদেশ দল। কারণ, সামনে অপেক্ষায় আফগানিস্তানের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ। আগেই নির্ধারিত সূচি অনুযায়ী, আমিরাতে হবে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের এই সিরিজ।
আয়োজক আফগানিস্তান হলেও ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু আমিরাতে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ অক্টোবর। একই ভেন্যুতে পরের ম্যাচ দুটি হবে ৩ ও ৫ অক্টোবর। এরপর ৮ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।
উল্লেখ্য, এশিয়া কাপে গ্রুপপর্বে আফগানিস্তানকে হারিয়েই সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। রশিদ খানদের বিদায় করে দিয়ে সেমিফাইনালের সম্ভাবনা জাগিয়েছিল টাইগাররা। তবে শেষ বাধায় এসে আবারও হোঁচট। এবার এশিয়া কাপের হতাশা ভুলে আফগানিস্তান সিরিজে ঘুরে দাঁড়ানোই লিটনদের মূল লক্ষ্য।
এমআই