
বিপিএল মিউজিক ফেস্টের টিকিট মূল্য প্রকাশ, স্টেজ মাতাবেন যারা
খেলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান সর্বোচ্চ সাদামাটা করার চেষ্টা করেছেন বিসিবির সাবেক পরিচালকেরা। বাজেট স্বল্পতার অজুহাতে গত আসরেও বিপিএল উদ্বোধন হয়েছে বেলুন উড়িয়ে। দেশের ক্রিকেটে অন্যতম সেরা টুর্নামেন্টের উদ্বোধন দেখে স্কুলের বার্ষিক প্রতিযোগিতার অনুষ্ঠান ভাবলে দোষের কিছু থাকতো না। তবে দেশের সাথে বিসিবির নীতি-নির্ধারক পর্যায়ে পরিবর্তন আসায় এবার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও ভিন্নতা আসছে।
আগামী ৩০ ডিসেম্বর বরিশাল-রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসর। তবে জমজমাট আয়োজনে এবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পর্দা ওঠার কথা রয়েছে। তারই অংশ হিসেবে আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্ট। পাকিস্তানি কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খানসহ অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা।
গতকাল (মঙ্গলবার) বিসিবি এক বিবৃতিতে তারা জানায়, আগামী ২৩ ডিসেম্বর হোম অব ক্রিকেটখ্যাত মিরপুরে আন্তর্জাতিক ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। একইসাথে টিকিটের মূল্য তালিকাও প্রকাশ করা হয়।
জানা যায়, বিপিএলের এবারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ পাকিস্তানের জনপ্রিয় সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খান ও তার দল। এছাড়া মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড বিপিএল মিউজিক ফেস্টে গান পরিবেশন করবেন। আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়।
গতকাল রাত সাড়ে ৯টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাইয়ে’ এ অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে।
বিসিবির বিবৃতিতে জানানো হয়– মিউজিক ফেস্টে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরির দাম ১২ হাজার টাকা। গোল্ড ক্যাটাগরি ৮ হাজার এবং সিলভার ক্যাটাগরির টিকিট ৬ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৪ হাজার টাকায় পাওয়া যাবে। সর্বনিম্ন ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা। তবে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি স্থানে ১০০ আসন সংরক্ষণ করে রাখা হয়েছে।
এমআই