হঠাৎ চাকরি ছাড়লেন টাইগারদের সহকারি কোচ
খেলা ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩৭
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মাত্র এক মাস বাকি। এর আগেই টাইগার শিবিরে হানা দিল দুঃসংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহকারি কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে হুট করে বিসিবির চাকরি ছেড়েছেন এই প্রোটিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সবশেষ গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের সাথে কাজ করেছিলেন পোথাস। ওই সিরিজেই দেশি কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়োগ দিয়েছিল বিসিবি। পোথাসের চেয়েও সালাহউদ্দিনের পদমর্যাদা বেশি ছিল। সিনিয়র সহকারি কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেশসেরা এই ক্রিকেট প্রশিক্ষক। সালাহউদ্দিনের নিয়োগের পরেই বিসিবিকে ‘না’ করে দিয়েছিল পোথাস।
এবার ফেসবুকে পোস্টে দিয়ে চাকরি ছাড়ার বিষয়টি জানিয়েছেন টাইগারদের সহকারি কোচ। ফেসবুকে তিনি লিখেন, ‘অন্য সব ভালো কিছুর মতো এই অধ্যায়েরও সমাপ্তি হতেই হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। যে পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি, অসাধারণ স্মৃতিও গড়েছি।’
টাইগারদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি লিখেন, ‘এখন ঘরে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। দেখা যাক পরের অধ্যায়ে কী আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের জন্য এবং সামনে রোমাঞ্চকর একটি বছরের জন্য আমার শুভকামনা থাকল। আমি তোমাদের মিস করব।’

২০২৩ সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন পোথাস। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ কোচের মেয়াদ বর্ধিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশের কোচিং স্টাফ থেকে বিদায় নিলেন এ প্রোটিয়া।
এর আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন নিক পোথাস। ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ ক্রিকেটার। প্রধান কোচের দায়িত্ব ছাড়াও সহকারি কোচ, উইকেটকিপিং কোচ, ফিল্ডিং কোচের ভূমিকায়ও দেখা গেছে পোথাসকে।
এমআই