
রেকর্ডের বিশ্বকাপ বাছাইয়ে জ্যোতিদের ব্যাটে ‘নতুন’ রেকর্ড
খেলা ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১৪:২৪
পাকিস্তানে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছে বাংলাদেশ। ব্যাটে-বলে প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রতি ম্যাচেই কোনো না কোন রেকর্ডে নাম লেখাচ্ছে টাইগ্রেসরা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যেখানে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা। এরপরই দ্বিতীয় উইকেটে বড়সড় জুটি গড়ে বসেন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
পিংকি-সুপ্তার এই জুটিতেই নতুন রেকর্ডের দেখা পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেকোনো উইকেটে এবারই প্রথম শতরানের জুটি গড়েছে টাইগ্রেসরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ৬২ রানের জুটি ছিল। গত জানুয়ারিতে সেন্ট কিটসে সেই জুটিতেও ছিল পিংকি-সুপ্তার নাম।
ম্যাচের ২৮তম ওভারের তৃতীয় বলে পিংকিকে ফিরিয়ে রেকর্ড গড়া জুটি ভাঙেন ক্যারিবিয়না ফাস্ট বোলার আলিয়া অ্যালেইনে। যেখানে ৭৮ বলে ৩ চারে ৪২ রান করেন ওপেনার পিংকি। একই ওভারের পঞ্চম বলে সুপ্তাকেও ফিরিয়েছেন অ্যালেইনে। আউট হওয়ার আগে ৭৮ বলে ১০ চারে ৬৭ রান করেছেন সুপ্তা।
রেকর্ড জুটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ তুলেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে স্কোরবোর্ডে ২২৭ রান জমা করে জ্যোতির দল।
এর আগে বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচেই ব্যাট ২৭১ রান তুলে বাংলাদেশ। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। পরের ম্যাচেই ২৭৬ রান করে দলীয় সংগ্রহের রেকর্ড ভাঙে জ্যোতির দল।
এছাড়া প্রথম ম্যাচে থাই মেয়েদের ১৭৮ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। সেই ম্যাচেই আবার ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান নিগার সুলতানা জ্যোতি। পাশাপাশি জ্যোতি-সুপ্তা মিলে একই ম্যাচে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের রেকর্ড জুটির দেখা পান।
নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও বাংলাদেশ করেছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বেই। ১৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়া করে ৪৮.৪ ওভারে ৮ উইকেটে ২৪০ রান করে বাংলাদেশ।
এমআই