
লঙ্কা টি-টেনে দল পেলেন রনি তালুকদার
খেলা ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০
সাকিব, সৌম্যর পর লঙ্কা টি-টেনে এবার দল পেয়েছেন রনি তালুকদার। কলম্বো জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। নিজের ভেরিফাইড পেইজে করা এক পোস্টের মাধ্যমে রনি তালুকদার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
রনি ছাড়াও এবারের আসরে খেলবেন দুই বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফটের আগেই প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল গল মারভেলস।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ড্রাফট থেকে দল পেয়েছেন সৌম্য সরকার। তিনি খেলবেন হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে। এবার তৃতীয় টাইগার ক্রিকেটার হিসেবে দল পেলেন রনি তালুকদার।
আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ১০ ওভারের এই লঙ্কান টুর্নামেন্টের এবারের আসর, যা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১ টি-টোয়েন্টি খেলেছেন রনি তালুকদার। ১০ ইনিংসে ২২ গড়ে করেছেন ২২৪ রান, স্ট্রাইক রেট ১৩৫.৭৫। বিপিএলে এখন পর্যন্ত ৬টি দলের হয়ে ৭০ ইনিংস ব্যাট করেছেন রনি। তাতে ১৯ গড়ে করেছেন ১৩২৩ রান।
এমআই