
বিজয়-সোহানদের বেতন ৫ গুণ বৃদ্ধির দাবি
খেলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ১৩:২৯
বাংলাদেশ ক্রিকেটারদের পারফরম্যান্সে গেল দুই বছর ধরে ভাটার টান। তবুও কেন্দ্রীয় চুক্তির চলতি মৌসুমে শান্তদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর সেই বেতন বৃদ্ধি নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে জাতীয় দলে আসার মঞ্চে আর্থিক বিষয় নিয়ে মাথা ঘামায়নি বিসিবি।
জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়লেও কোনো সুখবর পাননি বেতনভুক্ত ঘরোয়া লিগের ক্রিকেটাররা। সেঞ্চুরি পর সেঞ্চুরি হাঁকানো বিজয়েরা এবারও হয়েছেন উপেক্ষিত। রোমঞ্চ জাগিয়ে ম্যাচ জেতা সোহানদের এমন বেতন কাঠামোতে নাখোশ প্রথম শ্রেণির ক্রিকেটাররা। এবার পরিশ্রমের সঠিক মূল্য পাওয়ার দাবি তুলেছেন তারা।
গতকাল শুক্রবার বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও কয়েকজন পরিচালকের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তামিমসহ একাধিক সিনিয়র ক্রিকেটার। কয়েক ঘণ্টাব্যাপী এই বৈঠকে ঘরোয়া ক্রিকেটের বর্তমান বেতন কাঠামোকে ‘অযৌক্তিক ও অসম্মানজনক’ আখ্যা দিয়ে বড় ধরনের সংস্কারের দাবি জানান ক্রিকেটাররা।
বৈঠকে প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ৫ গুণ বৃদ্ধির দাবি জানানো হয়েছে। ২০২২ সালে ঘরোয়া লিগে খেলা ৯২ জনকে বেতন দিত বিসিবি। ২০২৩ সালে সেটা কমিয়ে ৭৭ জনে নামিয়ে আনা হয়। তবে সেই মৌসুমে বিজয়-সোহানদের বেতন বাড়ানো হয়েছিল। বর্তমানে ঘরোয়া লিগের ‘ক্যাটাগরি এ’ ক্রিকেটাররা বেতন পান ৩৫ হাজার টাকা।
গতকাল এই বেতনকে আরও ৫ গুণ বৃদ্ধির দাবি তুলেছেন সোহানরা। তাদের প্রস্তাব অনুযায়ী, চুক্তিভুক্ত প্রথম শ্রেণির ক্রিকেটারদের মাসিক বেতন বাড়িয়ে ১ লাখ ৭০ হাজার টাকা করতে হবে। একই সঙ্গে ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করার দাবি তোলেন তারা।
কেবল বেতন-বোনাস নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে কাঠামোগত উন্নয়ন, সুযোগ-সুবিধা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তবে আর্থিক প্রাপ্তি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এমআই