
শিরোপা জিতিয়ে আবাহনী ছাড়লেন হান্নান, যাচ্ছেন কোথায়?
খেলা ডেস্ক
২৪ মে ২০২৫, ১৪:৩২
বাংলাদেশ ক্রিকেটে লম্বা সময় নির্বাচকের দায়িত্ব পালন করেছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। সবশেষ জাতীয় দলের নির্বাচক পদে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে গেল ফেব্রুয়ারিতে নির্বাচক পদ থেকে সরে দাঁড়ান হান্নান সরকার। এর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিপিএলে আবাহনীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলিয়েছেন হান্নান সরকার। তার ছায়াতলে চলতি ডিপিএলে পুনরায় চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। স্বাভাবিকভাবেই পরবর্তী ডিপিএলে আবাহনী থাকার কথা হান্নান সরকারের। কিন্তু আবাহনীর কোচিং প্যানেল থেকে সরে গেলেন এই সাবেক ক্রিকেটার।
আগামী ডিপিএলে আবাহনীর পরিবর্তে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে হান্নানকে। ইতোমধ্যে তার সঙ্গে সব বিষয় পাকা করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। গতকাল শুক্রবার বিশেষ সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিংয়ে এসে শুরুতেই পড়লাম অন্যরকম এক চ্যালেঞ্জের সামনে। আবাহনীর মতো বড় দলের হেড কোচ হবার একটা...
Posted by Hannan Sarker on Monday, April 14, 2025
এর আগে চলতি বছরের শুরুতে বিসিবির নির্বাচকের পদ থেকে সরে আসেন হান্নান। সবমিলিয়ে ৮ বছর ৮ মাস বিসিবিতে নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যাত্রা শুরু, সবশেষ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদেও।
বিসিবির চাকরি ছাড়ার পরই যোগ দেন কোচিং পেশায়। আর নিজের প্রথম টুর্নামেন্টেই বাজিমাত করেন হান্নান। ডিপিএলে চ্যাম্পিয়ন হয়ে এক প্রকার সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। তবে আবাহনীর সঙ্গে তার পথ চলা থামল এক আসরেই। গুঞ্জন রয়েছে, পারিশ্রমিক ইস্যুতে আবাহনীর চাকরি ছাড়ছেন এই ক্রিকেটার।
এমআই