Advertisement
Us Bangla Airlines
শেষ টেস্টে মিরাজের খেলা নিয়ে যা বলছেন বাংলাদেশ অধিনায়ক

শেষ টেস্টে মিরাজের খেলা নিয়ে যা বলছেন বাংলাদেশ অধিনায়ক

খেলা ডেস্ক

২২ জুন ২০২৫, ১২:৫৭

ড্র দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল বাংলাদেশ। গলে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ৪ উইকেট ৭২ রান করলে দুই দল ড্র মেনে নেয়।

টেস্টের দুই ইনিংসে ১৪৮ ও অপরাজিত ১২৫ রান করে ইতিহাস গড়েন শান্ত। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘আমার মনে হয় ম্যাচ জেতার চিন্তাই সবসময় ছিল। সকাল থেকেই আরও আগ্রাসী খেলা যেত কিনা যদি বলেন, আসলে শুরুর দিকে ১ ঘণ্টা আমরা একটু সময় নিয়েছি। সময় না আসলে ৩ করেই রান নিয়েছি। ১৭-১৮ ওভার থেকে ৬০ এর মত রান নিয়েছি। লাঞ্চ পর্যন্ত পুরো ব্যাট করলে হয়ত সিনারিও ভিন্ন হত। ৬০-৬৫ ওভার বা ৭০ ওভার হলে (হাতে থাকলে) ভালো সুযোগ তৈরি হত। ৪ উইকেট নিতে পেরেছি আমরা, খুশি এ কারণে যে বোলাররা যতটুকু সুযোগ পেয়েছে ভালো বল করেছে।’

শেষ তথা কলম্বো টেস্টের একাদশ নিয়ে শান্ত বলেছেন, ‘অবশ্যই এই ম্যাচ আত্মবিশ্বাস দেবে। (মেহেদী হাসান) মিরাজ সুস্থ আছেন পুরোপুরি। আশা করি পরের ম্যাচে খেলতে পারবে। কন্ডিশন ভিন্ন হবে। অই মাঠে খেলার অভিজ্ঞতা খুব কম প্লেয়ারেরই আছে। মুশফিক (মুশফিকুর রহিম) ভাইয়ের সম্ভবত এক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া আর কেউ খেলেনি। কন্ডিশনে বুঝে টিম কম্বিনেশন হবে। ব্যাটিং অইখানে যাওয়ার পর বুঝতে পারব। এই ম্যাচ অবশ্যই দলকে আত্মবিশ্বাস দেবে।’

দলের ঘাটতি কোথায় এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ‘ঘাটতি তো ছিলই, আমার মনে হয় পেসাররা আরেকটু বেটার বোলিং আমরা করতে পারতাম বিশেষ করে প্রথম ইনিংসে। অবশ্যই কন্ডিশন খুব একটা তাদের ফেভারে ছিল না। গত কয়েক বছরে তারা ভালো করেছে। এক ম্যাচ ভালো হয়নি। আমার মনে হয় পরের ম্যাচে সুযোগ আসলে কামব্যাক করবে।’

এফআই