Advertisement
Us Bangla Airlines
নাসুমের বাদ পড়া নিয়ে প্রশ্ন না ওঠায় বিস্মিত নির্বাচকরা

নাসুমের বাদ পড়া নিয়ে প্রশ্ন না ওঠায় বিস্মিত নির্বাচকরা

খেলা ডেস্ক

২৩ জুন ২০২৫, ১৬:১১

জাতীয় দলের জার্সিতে বেশ কিছুদিন ধরে নিয়মিত মুখ নাসুম আহমেদ। সাদা বলের ক্রিকেটে তাকে স্কোয়াডে রেখেই দল ঘোষণা করে বিসিবি। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে ছিলেন এই বাঁহাতি স্পিনার। কিন্তু কোনো ম্যাচ না খেলেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে সিরিজে স্কোয়াডে জায়গা পাননি তিনি।

নাসুম ছাড়াও চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। ইনজুরির সাথে লড়াই করা বাঁহাতি ওপেনারের বাদ পড়া নিয়ে বেশ প্রশ্নের সম্মুখীন হয়েছেন বিসিবির নির্বাচক প্যানেল। কিন্তু জাতীয় দল থেকে নাসুমের বাদ পড়া নিয়ে কোনো আলোচনাই হয়নি।

অলরাউন্ডার নয়, বোলার পরিচয়ে থাকতে চান নাসুম

বিষয়টি দেখে বিস্মিত হয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছি। সেখানে নাসুমের বাদ পড়া নিয়ে কেউ প্রশ্ন করেনি—এটা দেখে আমি বেশ অবাকই হয়েছি।’

পরে নাসুমের বাদ পড়ার কারণ স্বেচ্ছায় ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের সামনে বেশ কিছু সিরিজ আছে, এশিয়া কাপ আছে। এই সময়ের ফাঁকে কিছু ক্রিকেটারকে আমরা নতুন করে পরখ করতে চাইছি। নাসুম ও তানভীর—দুজনেই ভালো পারফরমার। তবে এবার আমরা তানভীরকে সুযোগ দিয়েছি।’

হঠাৎ নাসুমকে দুবাইয়ে উড়িয়ে নিল বিসিবি

সাকিব দলে না থাকায় বাঁহাতি স্পিনের দায়িত্ব সামলিয়েছেন নাসুম আহমেদ। টি-টোয়েন্টিতে গেল আমিরাত সিরিজে এ দায়িত্ব পালন করেছেন তানভীর ইসলাম। তবে ডিপিএলে উভয় বোলারের পরিসংখ্যান প্রায় একই ছিল। ২০২৪-২৫ ডিপিএলে নাসুম, তানভীর দুজনেই সমান ১৫টি করে উইকেট নিয়েছেন।

এছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ খেলেছিলেন তানভীর। যেখানে দুই ম্যাচ খেলে নিয়েছেন ৫ উইকেট। একই সিরিজের তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন নাসুম আহমেদ। সেই ম্যাচে ব্যাট হাতে ৬৭ রানের কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন তিনি।

৬৭ রানের ইনিংস খেলে কাকে স্মরণ করলেন নাসুম

পরিসংখ্যান ও অবদানে একই ক্যাটাগরির দুই বোলারকে আরেকটু পরখ করে দেখতে চায় বিসিবি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে নাসুমের জায়গায় প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানভীর।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘এশিয়া কাপের আগে কিছু ক্রিকেটারকে দেখে নিতে হতো। আরও সামনে বিশ্বকাপ, তাই চাই দলের প্রতিটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা বাড়ুক। আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এশিয়া কাপের আগেই একটি গুছানো দল গঠন করে ফেলা। এরপর ম্যাচের সংখ্যাও খুব বেশি থাকবে না।’

এমআই