Advertisement
Us Bangla Airlines
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ে আশাবাদী শামীম

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ে আশাবাদী শামীম

খেলা ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রায় এক বছর পর দলে ফিরেছেন শামীম হোসেন পাটওয়ারী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই খেলেছেন কার্যকর এক ইনিংস। শামীমেম ১৩ বলে ২৭ রানের বিধ্বংসী ইনিংসে প্রায় দেড়শ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। দলের জয়ে ব্যাট হাতে এমন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরে খুশি এ বাঁহাতি। 

বিসিবির এক ভিডিও বার্তায় জাতীয় দলে ফেরার গল্প শুনিয়েছেন শামীম হোসেন। দীর্ঘদিন পর দলে আসলেও প্রথম ম্যাচে রান করতে বেশ আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন এ ব্যাটার। 

শামীম বলেন, ‘এক বছর এসেছি, অনেক ভালো লেগেছে। এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্য। এমনকি আমার দলের জন্যও অনেক দরকার ছিল। অনেক আত্মবিশ্বাসী ছিলাম যে দলের জন্য ভালো কিছু করব ও দলকে ভালো কিছু দিতে পারব। তবে ফেরার ম্যাচটি ছিল আমার জন্য বড় পরীক্ষা। পরীক্ষায় উতরাতে পেরে আমি খুশি।’

মাঠে আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত শামীম পাটওয়ারী। দলের দ্রুত রান বাড়ানোর পরিকল্পনায় থাকেন এ ব্যাটার। এবারও একই পরিকল্পনায় খেলতে নেমেছিলেন তিনি। 

তিনি বলেন, ‘ক্রিজে যাওয়ার পর আমার ভাবনা ছিল কেবল দ্রুত রান করা। যে ধরনের উইকেট ছিল আর আমি উইকেটে যাওয়ার পর যা চাহিদা ছিল (পরিস্থিতির), আমার মনে হচ্ছিল যে, আমাকে রান করতে হবে। আমি রান করলে দল একটা ভালো অবস্থানে যাবে। এটাই ছিল আমার পরিকল্পনা।’

সেন্ট ভিনসেন্টে শামীমের ক্যামিওতে সিরিজের প্রথম ম্যাচে ১৪৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। পরে বোলারদের দারুণ দৃঢ়তায় ম্যাচটি ৭ রানে জিতে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশের ভাবনায় এখন কেবল সিরিজ জয়। ভিডিও বার্তায় সেই কথাই জানালেন ২৪ বছর বয়সী আগ্রাসী ব্যাটসম্যান।

শামীম বলেন, ‘যেহেতু আমরা তিন ম্যাচের একটিতে জিতে গেছি, এখনও একটু এগিয়ে আছি। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজটা জয় করার। আপনারা জানেন যে, টি-টোয়েন্টিতে ওরা স্পেশালিস্ট ও অনেক ভালো। তবে আশা করি, আরেকটা ম্যাচ জিতে আমরা সিরিজ জিততে পারব।’

এমআই