Advertisement
Us Bangla Airlines
নিয়ম ভঙ্গ করেও শাস্তি পেলেন না রবীন্দ্র জাদেজা!

নিয়ম ভঙ্গ করেও শাস্তি পেলেন না রবীন্দ্র জাদেজা!

খেলা ডেস্ক

০৪ জুলাই ২০২৫, ১৮:৩৯

ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে পরাজয় গুনলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় গম্ভীরের শিষ্যরা। এজবাস্টন টেস্টে গতকাল ৫৮৭ রানে অলআউট হয়েছিল ভারত। যেখানে অধিনায়ক শুভমান গিলের সঙ্গের ২০৩ রানের জুটি গড়েন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ৫ উইকেট হারায় ভারত। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক গিল ও জাদেজা। এজবাস্টনে প্রথম দিন শেষে ৪১ রানে অপরাজিত ছিলেন টেস্টের এক নম্বর অলরাউন্ডার। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে নিজেকে ঝালিয়ে দলের আগেই নেটে আসেন তিনি।

জাদেজার মনে হয়েছে, বল এখনো পুরনো হয়নি। ফলে দিনের শুরুতে নতুন বল ভোগান্তির হতে পারে। তাতেই দলের বাকি সদস্যকে ফেলে ব্যাটিং অনুশীলনের জন্য আগেভাগেই মাঠে হাজির হয়েছিলেন এই অলরাউন্ডার। তাতেই ভেঙেছে ক্রিকেটারদের ওপর বিসিসিআইয়ের আরোপিত নিয়ম।

বোর্ডার-গাভাস্কার সিরিজ শেষে ক্রিকেটারদের জন্য কড়া নিয়ম আরোপ করেছিল ভারতীয় বোর্ড। সেই নিয়ম অনুযায়ী, অনুশীলনে বা ম্যাচে কোনো ক্রিকেটার নিজে আলাদা করে মাঠে যেতে পারবেন না। সবাইকে একসঙ্গে টিম বাসে করে যেতে হবে। গতকাল জাদেজা একা অনুশীলনে গিয়ে সেই নিয়ম ভেঙেছেন।

একা অনুশীলনে যাওয়া নিয়ে ক্রিকইনফো জাদেজা বলেন, ‘আমার মনে হচ্ছিল, আগে গিয়ে বাড়তি একটু ব্যাটিং করা উচিত, কারণ (দ্বিতীয়) নতুন বল তখনও বেশ চকচকে ছিল। মনে হয়েছিল, নতুন বল পার করে দিতে পারলে বাকিটা সহজ হয়ে উঠবে। সৌভাগ্যবশত আমি লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে পেরেছি।’

নিয়ম ভেঙে অনুশীলনে যাওয়া কাজে দিয়েছে ভারতকে। প্রথম দিনে ২১১ রানে ভারত ৫ উইকেট হারানোর পর ২০৩ রানের জুটি গড়েন জাদেজা-গিল। যেখানে ৮৯ রান করেন টেস্ট ক্রিকেটের সেরা অলরাউন্ডার। ফলে নিয়ম ভেঙে আগে অনুশীলনে গেলেও আপাতত কোনো শাস্তি পেতে হয়নি জাদেজাকে।

জাদেজা আউট হওয়ার পর সুন্দরের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়েন গিল। তাতে এজবাস্টন টেস্টে ৫৮৭ রানের বড় সংগ্রহ পায় ভারত। পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ গড়ার রেকর্ড গড়েন শুভমান গিল। সেঞ্চুরির কাছে গিয়ে থেমেছেন জয়সোয়াল-জাদেজা।

এমআই