Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের সামনে নতুন র্কীতি গড়ার হাতছানি
টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশের সামনে নতুন র্কীতি গড়ার হাতছানি

খেলা ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ২২:৩৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে নিজেদের নামে সিরিজ বাগিয়ে নিয়েছে লিটনের দল। এবার প্রতিশোধের পালা। আগামীকাল সকালে সিরিজের শেষ ম্যাচ জিতে গেলেই ওয়ানডে সিরিজের বদলা নেওয়া হবে তামিম-সাকিবদের।

টি-টোয়েন্টিতে তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে দুইবার ধবলধোলাই করেছিল বাংলাদেশ। ২০২৩ সালের মার্চে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে শেষবার হোয়াইটওয়াশ করেছিল লাল-সবুজের দল। তবে বিদেশের মাটিতে এক ঘটনা ঘটেছে মাত্র একবার। ২০১২ সালে আয়ারল্যান্ড সফরে আইরিশদের ধবলধোলাই করেছিল টাইগাররা। 

এবার ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের শেষ ম্যাচ হারাতে পারলে বাংলাদেশের এক যুগের অপেক্ষা ফুরাবে।

টি-টোয়েন্টিতে তিন ম্যাচের সিরিজে মাত্র ৭ বার হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দেশের মাটিতে ধবলধোলাই হয়েছে মাত্র ৪ বার। ২০১৯ সালের আগস্টে ক্যারিবিয়ানদের শেষবার ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। একইবছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। তবে ২০১৯-এর পর এখন পর্যন্ত আর ধবলধোলাইয়ের লজ্জায় পড়েনি রাভমেন পাওয়েলরা।

এদিকে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ বিশ ওভারের সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য প্রথম ম্যাচটি হেরে বসেছিল বাংলাদেশ। এবার লিটনদের সামনে সেই সুযোগটি এসেছে। সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ পাবে লাল-সবুজের দল। 

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করতে পেরেছে মাত্র তিন দল। তিনবার করে এই কীর্তি আছে ভারত ও পাকিস্তানের, অন্য দলটি ইংল্যান্ড। সেন্ট ভিনসেন্টে হ্যাটট্রিক জয় পেলে বাংলাদেশও এ তালিকায় যুক্ত হবে।

এমআই