Advertisement
Us Bangla Airlines
আইপিএল নিলামে অবিক্রিত দুই বাংলাদেশি ক্রিকেটার

আইপিএল নিলামে অবিক্রিত দুই বাংলাদেশি ক্রিকেটার

খেলা ডেস্ক

২৭ নভেম্বর ২০২৫, ২০:৪৯

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে আইপিএলের নাম সর্বাধিক সমাদৃত। গেল কয়েক বছর ধরে পুরুষদের পাশাপাশি নারী আইপিএল আয়োজন করছে ভারত। ২০২৬ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে নারী আইপিএলের আগামী আসর। নতুন আসরের নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার- মারুফা, রাবেয়া ও স্বর্ণা।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিল্লিতে নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে পেসার ক্যাটাগরি থেকে মারুফা আক্তার ও অলরাউন্ডার ক্যাটাগরিতে রাবেয়া খানের নাম ওঠেছিল নিলামে। কিন্তু দুই টাইগ্রেস ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে ৬ ম্যাচে ৬ উইকেট নেওয়ায় মারুফাকে ঘিরে প্রত্যাশা ছিল বেশি। সুইং আর লেন্থে বিশ্ব তারকাদের নজর কেড়েছিলেন এই পেসার। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। তবে নাম ডাকা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি বিড করেনি তাকে। একইভাবে রাবেয়া খানকেও দলে নেয়নি কোনো দল।

বাংলাদেশের আরেক ক্রিকেটার স্বর্ণা আক্তারের নাম তালিকায় থাকলেও এখনো তার নাম ডাকা হয়নি। অবশ্য তালিকার শেষদিকেই ছিলেন অলরাউন্ডার স্বর্ণা।

এবারের নিলামে বিদেশি ক্রিকেটাররা চড়া দামে বিক্রি হয়েছেন। নিউজিল্যান্ডের অলরাউন্ডার সোফি ডিভাইনকে ৩ কোটি রুপি দিয়ে দলে নিয়েছে গুজরাট জায়ান্টস। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দীপ্তি শর্মা। ৩ কোটি ২০ লাখ রুপিতে রাইট-টু-ম্যাচ অপশন ব্যবহার করে তাকে দলে রেখেছে ইউপি ওয়ারিয়র্স।

এমআই