লঙ্কা প্রিমিয়ার লিগ শুরুর সময় জানা গেল
খেলা ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ২১:৩২
অনিশ্চয়তার মাঝেই অবশেষে ঘোষণা এলো লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নতুন তারিখ। এবারের আসর অনুষ্ঠিত হয়নি ঠিকই, তবে পরের সংস্করণ নিয়ে আগেভাগেই সিদ্ধান্ত জানিয়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী বছরের ৮ জুলাই পর্দা উঠবে এলপিএলের, আর মাসব্যাপী এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট।
মূলত ২০২৫ সালের ডিসেম্বরেই টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। ফলে নির্ধারিত সময়টায় লঙ্কান ক্রিকেটারদের খুলে যায় অন্য লিগে খেলার পথ। আইএল টি-টোয়েন্টি ও বিপিএলে দেখা যাবে তাদের।
শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, এক বছরের মধ্যেই হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার সহ-আয়োজক শ্রীলঙ্কা ও ভারত। ফেব্রুয়ারি-মার্চে সেই বিশ্বকাপের ভেন্যু প্রস্তুত রাখা ও আয়োজনে সার্বিক পরিকল্পনা সাজাতেই এলপিএল পিছিয়ে দিতে হয়েছে।
বোর্ডের মিডিয়া ম্যানেজার প্রসন্না রদ্রিগো নিশ্চিত করেছেন। ভেন্যু প্রস্তুতি, বিশ্বকাপ আয়োজনের সময়সূচি ও ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এলপিএলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পাঁচ দলের এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আবারও ফিরছে বছরের মাঝামাঝি।
এমআই