Advertisement
Us Bangla Airlines
৪৭ বছরের পুরনো লজ্জার রেকর্ড ভেঙে শীর্ষে রোহিত!

৪৭ বছরের পুরনো লজ্জার রেকর্ড ভেঙে শীর্ষে রোহিত!

খেলা ডেস্ক

০১ জানুয়ারি ২০২৫, ২২:৫৫

ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে এর চেয়ে খারাপ সময় কখনোই মোকাবেলা করেননি তিনি। রান সংকটে রোহিতের অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, যেখানে নিয়মিত অবসর নেওয়ার দাবি তুলছেন ভক্ত-সমর্থকেরা। বোর্ডার-গাভাস্কার সিরিজের সবশেষ টেস্টে অবসরের ঘোষণা করে দিতে পারেন রোহিত, এমন গুঞ্জনও রটেছে ভারতীয় গণমাধ্যমে।

রোহিত বিপক্ষে ভারতীয়দের এত চড়াও হওয়ার কারণও আছে। সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজ থেকেই রান খরায় ভুগছেন এ হার্ডহিটার। সবশেষ ১৬ ইনিংসে করেছেন মাত্র একটি ফিফটি। সেটাও গত ১৬ অক্টোবর ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে। নিজেদের মাটিতে প্রায় ৫২ গড়ে ব্যাট করা রোহিত সবশেষ ১০ ইনিংসে ব্যাটিং গড় ছিল মাত্র ১৩। পাশাপাশি বিদেশের মাটিতে বরাবরই পিছিয়ে ভারতীয় অধিনায়ক।

মিরাজ-মুমিনুল থেকেও পিছিয়ে রোহিত শর্মা!

অস্ট্রেলিয়ার সাথে খেলা সবশেষ ৫ ইনিংসে রোহিত শর্মা মাত্র একবার দুই অঙ্কের সংখ্যায় পৌঁছেছেন, সেটাও মাত্র ১০ রান। এমনকি টপঅর্ডার থেকে ফের মিডলঅর্ডারে নেমেও ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারেননি তিনি। ব্যাট হাতে চরম ব্যর্থতায় রোহিত ভেঙেছেন ৪৭ বছরের পুরনো লজ্জার রেকর্ড। পাশাপাশি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রেগ সার্জেন্টকে লজ্জার দায়ভার থেকে মুক্তি দিয়েছেন এ খেলোয়াড়।

সাদা পোশাকে ২০২৪-২৫ সেশনে ৭টি টেস্ট খেলেছেন রোহিত শর্মা। তাতে ১০ ইনিংসে ১০ বার সিঙ্গেল ডিজিট বা একক সংখ্যায় আউট হয়েছেন তিনি। টেস্টে প্রথম ৭ ব্যাটারদের হয়ে এক সেশনে এর থেকে বেশি একক সংখ্যায় আউট হয়নি বিশ্বের কোন ক্রিকেটার। এর আগে এক সেশনে ৯ বার একক সংখ্যায় আউট হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রেগ সার্জেন্ট। সেটাও ১৯৭৭-৭৮ সেশনে, সময়ের হিসাবে তা-ও প্রায় ৪৭ বছর আগের ঘটনা।

রোহিত শর্মার এমন রেকর্ডে ৪৭ বছর পর যেন লজ্জার দায় থেকে হাঁফ ছেড়ে বাঁচলেন ক্রেগ সার্জেন্ট। শুধু রোহিত নয়, সার্জেন্টের সাথে এবার ভাগ বসিয়েছেন ভারত ক্রিকেটের বর্তমান বরপুত্র বিরাট কোহলি। চলতি সেশনে নয় ইনিংসে ৯ বার একক সংখ্যার রানে আউট হয়েছেন ৩৬ বছর বয়সী এ ক্রিকেটার।

২০২৪-২৫ সেশনের আরও ৬ মাস এখনো বাকি। তাতে একাধিক টেস্ট ম্যাচ খেলবে ভারত। রোহিত, বিরাটের এমন বাজে ফর্ম অব্যাহত থাকলে শিগগিরই তারা লজ্জার রেকর্ড গড়ার প্রতিযোগিতায় নামবেন।

লজ্জার রেকর্ডের তালিকায় আছেন দুই বাংলাদেশি। টাইগারদের টেস্ট দলের সাবেক কাপ্তান মুমিনুল হক ২০২১-২২ সেশনে ৯ ইনিংসে ৯ বার একক সংখ্যায় আউট হয়েছেন। ২০০৩ সালে ৮ ইনিংসে ৮ বার সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন অলক কাপালি।

এমআই