
অসুস্থ হয়ে হাসপাতালে বুমরাহ
খেলা ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৫, ১৫:১০
রোহিত শর্মার অনুপস্থিতিতে সিডনি টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। অধিনায়কত্ব সামলানোর পাশাপাশি বল হাতেও দলের সেরা পারফর্মার তিনি। এবার তাকে নিয়েই শঙ্কায় পড়েছে ভারত। অসুস্থ হয়ে মাঠ ছেড়েছেন তিনি। শঙ্কা জেগেছে তার মাঠে ফেরা নিয়ে।
দ্বিতীয় দিনের সকালে টানা বোলিং করেছেন বুমরাহ। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই এক ওভার বোলিং করার পর অস্বস্তিতে ভোগেন তিনি। আর তখনই মাঠ ছাড়েন এই পেসার। এরপর তিনি স্টেডিয়াম ছেড়ে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়িতে করে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুমরাহকে নিয়ে ধারাভাষ্যে সুনীল গাভাস্কার বলেন, 'সম্ভবত হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছে বুমরাহ। ভারতের জন্য এটা ভালো খবর নয়। ও দলের জন্য অনেক পরিশ্রম করে। এ কারণে ওর শরীরের ওপর অনেক চাপ পড়ে।'
তবে বুমরাহকে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের বার্তায় জানা যাবে, এই টেস্টে বুমরাহকে আর পাওয়া যাবে কিনা।
মাঠ ছাড়ার আগেই অবশ্য এই টেস্টে রেকর্ড গড়েছেন বুমরাহ। সিরিজে সবমিলিয়ে এই পেসারের শিকার ৩২ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিয়ে কোনো ভারতীয় পেসারের এক সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এটি। ৪৭ বছর আগে অজিদের মাটিতে এক সিরিজে ৩১ উইকেট শিকার করেছিলেন বেদি। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন এবার বুমরাহ।
এইচজেএস