
ইংলিশ ব্যাটারকে দলে নিল খুলনা টাইগার্স, কী তাঁর পরিচয়
খেলা ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) ঢাকা ও সিলেট পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। আগামীকাল শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। বন্দর নগরীর উপকূলে ইতোমধ্যে দলগুলো পাড়ি জমিয়েছে। এর মাঝেই সুখবর দিল বিপিএলের ২০২০ আসরের ফাইনালিস্ট খুলনা টাইগার্স। ইংল্যান্ডের ২৯ বছর বয়সী ব্যাটার ডমিনিক পিটার শিবলিকে দলে ভিড়িয়েছে দলটি।
ডানহাতি এই ইংলিশ ব্যাটারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনা ফ্র্যাঞ্চাইজি। তবে শিবলিকে ঠিক কবে নাগাদ পাওয়া যাবে সেটি এখনও জানা যায়নি। নামের ভারে খুব একটা পরিচিত না হলেও ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর।
২০১৯ সালে ইংলিশদের সাদা পোশাকে অভিষেক হয় শিবলির। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ২২টি টেস্ট খেলেছেন এ ওপেনার। ২০২১ সালে ভারতের বিপক্ষে খেলেছেন শেষ টেস্ট। প্রায় ২৯ গড়ে দুই সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ১ হাজার ৪২ রান করা এই ডানহাতি ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা এগোয়নি।
সাদা বলের ক্রিকেটে অবশ্য ইংল্যান্ডের জার্সি পরা হয়নি শিবলির। তবে ঘরোয়া লিগে কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ব্যাট হাতে ৪৪টি লিস্ট ‘এ’ ও ৪৬টি টি-২০ খেলেছেন এ ক্রিকেটার। টি-২০ তে তার ক্যারিয়ার সেরা ইনিংস ৭৪। এ ছাড়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের ২০২৪ আসরে ১৩৩ স্ট্রাইকরেট নিয়ে শিবলি করেছেন ১১ ম্যাচে ২৬৯ রান।
এদিকে, টানা দুই জয় দিয়ে এবারের বিপিএলে যাত্রা করেছিল খুলনা টাইগার্স। তবে পরবর্তী তিন ম্যাচে টানা হেরেছে মেহেদি হাসান মিরাজের দল। সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে প্রায় নিশ্চিত জেতা ম্যাচটিও হেরেছে ৮ রানে। ব্যাটিং ব্যর্থতার কোলাহলে এবার ইংলিশ ব্যাটারকে নিয়োগ দিয়েছে দলটি।
এমআই