
বিপিএলের মাঝপথে খুলনার চমক
খেলা ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের চট্টগ্রাম পর্বের খেলা চলছে। এরই মাঝে নিজেদের স্কোয়াডে শক্তি বাড়াল খুলনা টাইগার্স। এবারের বিপিএলে তাদের দলে তেমন বড় কোনো বিদেশি ক্রিকেটার নেই। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ জিতে বেশ ভালো শুরু করলেও পরে তাদের ভাগ্যে জুটেছে টানা হার।
এমন অবস্থায় স্কোয়াডের শক্তি বাড়াতে দুই নতুন বিদেশিকে দলে টেনেছে তারা। একজন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রোস। বিপিএলের সবশেষ আসরে যিনি ছিলেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে। আরেকজন পাকিস্তানের উঠতি তারকা আমের জামাল।
The Pace sensation Aamer Jamal just arrived to the Tigers Den! #KhulnaTigers #ReadyToRoar #AamerJamal
Posted by Khulna Tigers on Saturday, January 18, 2025
ইতমধ্যে আজ রোববার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই দুই ক্রিকেটার। এর আগে ডমিনিক পিটার সিবলিকে ও দলে ভিড়িয়েছিল খুলনা। যদিও সেভাবে পরিচিত নন তিনি, তবে ইংল্যান্ডের জার্সিতে তার আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
অ্যালেক্স রোস এতদিন ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ নিয়ে। সেখানে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন এই ব্যাটার। যদিও তার দল খুব একটা ভাল করতে পারেনি। ১০ ম্যাচে ৭ হার নিয়ে সবার শেষে আছে দলটি। আর আমের জামাল নিজেকে পাকিস্তান জাতীয় দলের নিয়মিত মুখ করে নিয়েছেন বেশ কিছুদিন ধরে। নিজের অভিষেক সফরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে পেয়েছিলেন ৫ উইকেট। ব্যাট হাতেও আছে তার সুনাম।
এদিকে, নামেভারে খুব শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ না হলেও, টানা দুই জয় দিয়ে এবারের বিপিএলে যাত্রা শুরু করেছিল খুলনা টাইগার্স। তবে পরবর্তী টানা চার ম্যাচে মেহেদি হাসান মিরাজের দলটি পরাজিত হয়েছে। বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে খুলনা।