Advertisement
Us Bangla Airlines
শেষবেলায় মুশফিককে দলে ভেড়াল খুলনা টাইগার্স

শেষবেলায় মুশফিককে দলে ভেড়াল খুলনা টাইগার্স

খেলা ডেস্ক

২৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৬

বিপিএলের ড্রাফটের সময় বলা হয়েছিল, ইনজুরির কারণে থাকতে পারছেন না মুশফিক হাসান। তবে এত দিনে চোট কাটিয়ে উঠতে পেরেছেন এই তরুণ ফাস্ট বোলার। ফলে বিপিএলের শেষবেলায় এসে দল পেয়েছেন মুশফিক। তরুণ এই ফাস্ট বোলারকে দলে নিয়ে খুলনা টাইগার্স। আজ বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার টিম ম্যানেজমেন্ট। খুলনাতে এমন সময় যোগ দিলেন মুশফিক, যখন ‘ডু অর ডাই’ ম্যাচ খেলবে মিরাজের দল। রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের সাথে বাকি থাকা কোনো ম্যাচ হেরে গেলেই সেরা চারের দৌড় থেকে ছিটকে যাবে তাঁরা।

চলতি বিপিএলের শুরুটা ভালো হয়েছিল খুলনার। আসরের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিয়েছিল মিরাজের দল। কিন্তু এরপরেই বাধে বিপত্তি। টানা চারটি ম্যাচ হেরে বসে টাইগার্সরা। এমনকি রংপুরের সাথে ১৮ বলে ২২ রান নেওয়ার সমীকরণেও ম্যাচ জেতাতে পারেনি আফিফ-নাওয়াজেরা।

এবার খুলনার সামনে সেই রংপুর রাইডার্স। প্রতিশোধের পাশাপাশি ম্যাচটাও বড় ব্যবধানে জিততে হবে মিরাজদের। সাথে দলে মুশফিক হাসানের অন্তর্ভুক্তিও পেস ইউনিটে শক্তি বাড়াবে। তাতে প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকতে নতুন করে স্বপ্ন দেখতে পারে মেহেদি মিরাজের দল।

এমআই