Advertisement
Us Bangla Airlines
কিউই ফাস্ট বোলারকে দলে ভেড়াল বরিশাল

কিউই ফাস্ট বোলারকে দলে ভেড়াল বরিশাল

খেলা ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৫, ১৩:৩১

গুঞ্জনটা আগেই ছিল, এবার সেটা খোলাসা করলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বরিশালে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার অ্যাডাম মিলনে। সব ঠিক থাকলে প্লেও-অফ থেকেই তাকে পাওয়া যাবে। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার বিপক্ষে ৯ উইকেটের জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এ কথা জানান তামিম।

জাতীয় দল ছাড়াও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ মিলনে। আইপিএলে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে। বর্তমানে তিনি আইএল ট-টোয়েন্টির দল শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। ১৯৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে মিলনের ঝুলিতে আছে ২১৯ উইকেট।

তবে লিগটিতে ৮ ম্যাচ শেষে তলানিতে অবস্থান করছে তার দল। হাতে আরও দুই ম্যাচ থাকলেও গ্রুপ পর্বে একপ্রকার বিদায় নিশ্চিত তার দলের। সে সুযোগেই কিউই এই পেসারকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
 
বিপিএলে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ফরচুন বরিশাল। তাতে তালিকার শীর্ষে দুইয়ে থাকা নিশ্চিত হয়েছে তামিমের দলটির। ফলে কোয়ালিফায়ার-১ এ জিতে আগেভাগে ফাইনালে যেতে চাইবে বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে কিউই পেসারের অন্তর্ভুক্তি নিশ্চয়ই তামিমদের বোলিং ইউনিটে শক্তি বাড়াবে।

এমআই