Advertisement
Us Bangla Airlines
প্লে-অফের ৪ দল চূড়ান্ত, দেখে নিন কখন কার খেলা

প্লে-অফের ৪ দল চূড়ান্ত, দেখে নিন কখন কার খেলা

খেলা ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৭

লিগপর্ব শেষে চূড়ান্ত লড়াইয়ের দোরগোড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একাদশ আসরের শিরোপার লড়াইয়ে বর্তমানে টিকে আছে ৪টি দল। গ্রুপপর্বের লড়াই শেষে বাকি ৪ দল ছিটকে গেছে। টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এ ছাড়া যথাক্রমে চিটাগাং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের শেষ চার নিশ্চিত হয়েছে।

সর্বশেষ দল হিসেবে গতকাল প্লে-অফ নিশ্চিত করে মেহেদী হাসান মিরাজের খুলনা। তাদের সঙ্গে লড়াইটা ছিল চলতি বিপিএলের সবচেয়ে আলোচিত-সমালোচিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর। দুই দলই সমান ৬ জয়ে ১২ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে এগিয়ে থাকায় পরের পর্বের টিকিট কেটেছে খুলনা। বিপরীতে বেশ কয়েকদিন আগেই লিগপর্বের শেষ ম্যাচ খেলা রাজশাহীর বিদায় নিশ্চিত হলো গতকাল।

টানা ৮ জয়ে এবার দুর্দান্ত মৌসুমের আভাস দেওয়া রংপুর রাইডার্স লিগপর্বের শেষ চার ম্যাচেই হেরেছে। ‍নুরুল হাসান সোহানের দলটিকে হারিয়েই প্লে-অফে ওঠে খুলনা। বিপিএলের প্রথমদিকে টানা টেবিলে দাপট দেখানো রংপুর শেষ চার খেলবে তৃতীয় নম্বর দল হিসেবে। যদিও তাদের সমান ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে চিটাগাং। মোহাম্মদ মিঠুনের দলটির নেট রানরেট বেশি।

আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে বিপিএলের প্লে-অফ রাউন্ড। দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টেবিলের তিন ও চারে থাকা রংপুর-খুলনা। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে দুই টেবিল টপার বরিশাল-চিটাগাং খেলবে ফাইনালে ওঠার লক্ষ্যে। তাদের মধ্যে পরাজিত দল অবশ্য দ্বিতীয় সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে।

বিপিএলের প্লে-অফ ও ফাইনালের সময়সূচি

তারিখ                               ম্যাচ                                                   সময়
৩ ফেব্রুয়ারি     রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স (এলিমিনেটর)     দুপুর ১–৩০ মিনিট
৩ ফেব্রুয়ারি     ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংস (প্রথম কোয়ালিফায়ার)    সন্ধ্যা ৬–৩০ মিনিট
৫ ফেব্রুয়ারি    এলিমিনেটরে বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল (দ্বিতীয় কোয়ালিফায়ার)    সন্ধ্যা ৬–৩০ মিনিট
৭ ফেব্রুয়ারি    ফাইনাল (প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী)    সন্ধ্যা ৭টা

এফআই