
পরাজয়ের ম্যাচে ‘দুর্ভাগ্যের হ্যাটট্রিক’ করলেন সৌম্য
খেলা ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১১
বিপিএলের শুরু থেকেই দুর্ভাগ্যের কবলে সৌম্য সরকার। ক্যারিবিয়ান সফরে ইনজুরিতে পড়ায় বিপিএলের শুরুর ম্যাচগুলোতে মাঠের বাইরে ছিলেন এই ক্রিকেটার। পেশাদার খেলোয়াড় হয়েও বাসায় বসে খেলা দেখা যে খুবই কষ্টকর, সেটা স্কোয়াডে ফিরেই জানিয়েছিলেন সৌম্য। ইনজুরির বিড়ম্বনা কাটিয়ে বিপিএলের ৩৯তম ম্যাচে রংপুরের একাদশে জায়গা পেয়েছিলেন তিনি।
সৌম্য যখন একাদশে ফিরেছিলেন, রংপুর তখন কোয়ালিফাই সম্পন্ন করেছে। কিন্তু এ খেলোয়াড় দলে ফেরার পর একটি ম্যাচও জিতেনি রংপুর রাইডার্স। এমনকি খুলনার বিপক্ষে অনবদ্য ৭৪ রান করেও রংপুরকে জেতাতে পারেনি এই বাঁহাতি। ব্যাটিং-ফিল্ডিংয়ে দারুণ অবদান রাখা সৌম্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। এবার সেই তালিকায় ব্যতিক্রমী হ্যাটট্রিক করে বসলেন তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিপিএল এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। দলটির হয়ে ওপেনিং করেন সৌম্য সরকার ও ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্স। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই গড়বড় করে ফেলেন এই বিদেশি ব্যাটার। মেহেদি মিরাজের করা সেই বলটা শর্ট মিড অনে পাঠিয়ে রান নিতে চাইলেন ভিন্স। কিন্তু বিপদ বুঝে পরক্ষণে আর দৌড়ালেন না।
তবে ভিন্সের ডাকে সাড়া দিয়ে সঙ্গী সৌম্য সরকার ততক্ষণে পিচের প্রায় মাঝ বরাবর চলে যান। খুলনা টাইগার্সের পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের থ্রো থেকে বল ধরে অধিনায়ক মেহেদী মিরাজ যখন বেল ফেলে দেন। তাতেই দুর্ভাগ্যের রেকর্ড গড়ে বসেন এই ক্রিকেটার। সৌম্যর এমন বাজে দিনে শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছিল রংপুর রাইডার্স।
এদিকে রান আউটের শিকার হওয়ায় স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে বেশিবার ‘ডায়মন্ড ডাক’ মারার রেকর্ড গড়েছেন সৌম্য। অবশ্য সৌম্যর সাথে এই দুর্ভাগ্যের ভাগীদারও আছেন। সৌম্যর সমান তিনটি করে ডায়মন্ড ডাক মারার রেকর্ড গড়েছেন আরাফাত সানি। অর্থাৎ এই দুইবার ব্যাটার একটি ইনিংসে কোনো বল না খেলেই তিনবার আউট হয়েছেন।
বিপিএলে প্রথমবারের মতো ডায়মন্ড ডাক মেরেছেন ৩১ বছর বয়সী সৌম্য। আগের দুই ডায়মন্ড ডাকের একটি তিনি মেরেছিলেন ২০১৩ সালে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে টি–টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজে, অন্যটি ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে। তবে তিনটি ডায়মন্ড ডাক মেরেছেন মিরপুরের মাটিতে। তাতে শেরে বাংলায় ‘দুর্ভাগ্যের হ্যাটট্রিক’ করলেন এই বাঁহাতি অলরাউন্ডার।
উল্লেখ্য, টেস্টে লাল-সবুজের জার্সিতে ডায়মন্ড ডাক মারার ঘটনা একটি। ওয়ানডেতে এই দুর্ভাগ্যের কবলে পড়েছেন বাংলাদেশের সাতজন ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে সৌম্য ছাড়াও এই তালিকায় আছেন আরও ৫ ব্যাটার।
এমআই