Advertisement
Us Bangla Airlines
ভারতীয় সিনেমায় ওয়ার্নারের অভিষেক, মুক্তি পাচ্ছে কবে?

ভারতীয় সিনেমায় ওয়ার্নারের অভিষেক, মুক্তি পাচ্ছে কবে?

খেলা ডেস্ক

০৪ মার্চ ২০২৫, ২৩:৪১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ডেভিড ওয়ার্নারকে এখন কালেভদ্রে বাইশ গজে দেখা যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে মাঝেসাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকেন তিনি। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল খেলার সুবাদে দেশটিতে সাবেক অজি ওপেনারের কদর একটু বেশিই। আবার সুযোগ পেলে ভারতকে প্রশংসায় ভাসাতে এতটুকু দ্বিধাবোধ করেন না ডেভিড ওয়ার্নার।

মাঠের ওয়ার্নারকে খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে খুবই সরব এই ক্রিকেটার। শর্ট, রিলস, টিকটকে নাচ-গান-অভিনয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। ওয়ার্নারের এসব অভিনয়ের বেশির ভাগই তেলুগু, তামিল সিনেমার অংশ। যেখানে সিনেমার অভিনেতার পরিবর্তে নিজের মুখ বসিয়ে কিংবা অভিনয় করে ভাইরাল হতে দেখা গিয়েছে তাঁকে।

ভারতীয় সিনেমা নিয়ে ওয়ার্নার সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘পুষ্পা’ সিনেমা ইস্যুতে। তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা’ সিনেমার নানা ক্লিপিংসে অভিনয় করে বেশ কয়েকবার ভাইরাল হয়েছিলেন তিনি। এরপর গুঞ্জন ওঠেছিল, পুষ্পা সিনেমার পরবর্তী পর্বে অভিনয় করবেন তিনি। কিন্তু সেখানে দেখা মিলেনি তার।

তবে পুষ্পাতে না দেখা গেলেও তেলেগু ভাষার অন্য সিনেমায় অভিনয় করেছেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণী তারকা নীতিন এবং শ্রীলালার নতুন সিনেমা ‘রবিনহুড’-এ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ওয়ার্নারের অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শংকর।

ইকোনমিক টাইমসসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে ক্যামিও। এ জন্য প্রতিদিন এক কোটি রুপি নেবেন তিনি। 

তেলগু ভাষাভাষীদের সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা বেশ পুরনো। আইপিএলে হায়দারবাদে দীর্ঘদিন খেলেছেন তিনি। এমনকি দলটির অর্জনের ঝুলিতে থাকা একমাত্র শিরোপাটিও এসেছিল ওয়ার্নারের হাত ধরে। তাতে হায়দারাবাদের ঘরের সন্তান হয়ে ওঠেছিলেন এই ক্রিকেটার।

ওয়ার্নারের জনপ্রিয়তা কাজে লাগিয়েছিল নির্মাতারা। তেলেগু নির্মাতা এস এস রাজমৌলির সঙ্গে বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি। এবার তাঁর এই খ্যাতিই কাজে লাগাতে চাইছে রবিনহুড সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।

এমআই