Advertisement
Us Bangla Airlines
টেস্টে ক্যারিবিয়ানদের মাটিতে টাইগারদের রেকর্ড সাফল্য

টেস্টে ক্যারিবিয়ানদের মাটিতে টাইগারদের রেকর্ড সাফল্য

খেলা ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৫

নাহিদ রানাকে শুরু থেকেই সমীহ করে খেলছিলো ক্যারিবিয়ান ব্যাটাররা। আগের ইনিংসে এ বোলার একাই ধসিয়ে দিয়েছিলেন ব্রাথওয়েটদের ইনিংস। ম্যাচের চতুর্থ ইনিংসেও শুরু থেকে নজর কেড়েছেন এ গতিময় পেসার। নিখুঁত লাইন-লেন্থের সাথে নির্দিষ্ট চ্যানেল বজায় রেখে টানা বল করে গেছেন। কিপ্টে বোলিং করলেও নামের পাশে উইকেটের সংখ্যাটা যোগ হচ্ছিলো না এ বোলারের। 

অধরা সাফল্যটা যোগ হয়েছিলো ম্যাচের ৪৯তম ওভারের শেষ বলে। গতিময় ইয়ার্কারের সামনে ব্যাটার শামার জোসেফের জবাব দেওয়ার কোন পথ ছিলো না। নাহিদের সাফল্যের সাথে বুনো উল্লাসে মাতে টাইগাররা। গ্রেনাডা টেস্টের ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারাতে পারল বাংলাদেশ। টেস্ট জয়ের পাশাপাশি একাধিক রেকর্ডও গড়েছে মিরাজের দল।

দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই সর্বোচ্চ তিনটি টেস্ট জিতেছে বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে মাশরাফি-সাকিবের নেতৃত্বে দুটো টেস্ট ম্যাচ জিতে টাইগাররা। এটাই ছিলো এতদিনের সর্বোচ্চ জয়। সম্প্রতি সেখানে ভাগ বসায় পাকিস্তান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশে-বিদেশ মিলিয়ে মোট ৬ বার টেস্ট জেতা হয়েছে বাংলাদেশের।

বিদেশের মাটিতে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট জেতা দেশ পাকিস্তান। চলতি বছরেই পাকিস্তানকে ২ টেস্টের সিরিজে ধবলধোলাই করেছে শান্ত-মুশফিকরা। জিম্বাবুয়ের মাটিতেও সমানসংখ্যক ম্যাচ রেকর্ড আছে বাংলাদেশের। পাশাপাশি সাদা পোশাকে শ্রীলঙ্কা ও কিউইদের মাটিতে একটি করে টেস্ট ম্যাচ জেতার সাফল্য আছে।

ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে আরেকটি রেকর্ডের মালিক হয়েছে লাল-সবুজের দল। দেশের বাহিরে এ বছর তিনটি টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের সাথে দুইটি, ক্যারিবিয়ানদের সাথে একটি। এর আগে বিদেশের মাটিতে কখনোই এক বছরে তিনটি টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। 

এদিকে দেশ ও বিদেশের ভেন্যু মিলিয়ে এক বছরে ৩টি টেস্টের বেশি জেতেনি মিরাজরা। ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালে বাংলাদেশ ৩টি করে টেস্ট জিতেছিলো। এবার সেই তালিকায় যুক্ত হলো ২০২৪ সাল। একইসঙ্গে জয় দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি অভিযান শেষ করল বাংলাদেশ।

এমআই