Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফি হবে কোথায়, চূড়ান্ত সিদ্ধান্ত কাল!

চ্যাম্পিয়নস ট্রফি হবে কোথায়, চূড়ান্ত সিদ্ধান্ত কাল!

খেলা ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:২৭

চ্যাম্পিয়নস ট্রফি কোথায় হবে, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্ট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মূলত ভারত-পাকিস্তানের রাজনৈতিক দৌরাত্ম্য এ আয়োজনের অনিশ্চয়তা আরও তীব্র করে তুলেছে। পাশাপাশি উভয় দেশের কর্তা-ব্যক্তিদের বাক্য বিনিময় যেন আগুনে ঘি ঢালছে।

আট দেশের সমন্বয়ে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের এবারের আয়োজক পাকিস্তান। তাতেই বাঁধ সেধেছে ভারত। নিরাপত্তার অজুহাতে রোহিত শর্মার দলকে পাকিস্তানে যেতে দিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজেদের ম্যাচগুলো হাইব্রিড মডেলে বা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি তুলেছে তারা। তবে বিসিসিআইয়ের এমন দাবি মানতে চায় না পিসিবি। এ বিষয়ে আইসিসি সমঝোতায় নামলেও কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি।

চ্যাম্পিয়নস ট্রফির নানান অনিশ্চয়তার মাঝে সম্প্রতি আইসিসির চেয়ারম্যানের আসনে বসেছেন ভারতের জয় শাহ। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার দুবাই অফিস বন্ধ থাকায় তিনি এখনো নিজের চেয়ার অলংকৃত করতে পারেননি। তবে আইসিসির কার্যক্রম গতিশীল রাখতে তিনি ইতোমধ্যে অনলাইনে একাধিক সভা ডেকেছেন। গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত ভার্চুয়াল সভা শেষে আগামীকাল ৫ ডিসেম্বর নতুন সভা আহ্বান করেছেন আইসিসির নতুন চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে, সভায় চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানকে চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় বেঁধে দিলেও সেখানে সমাধান আসেনি। তবে সবশেষ খবর হলো, বিসিসিআইয়ের দেওয়া হাইব্রিড মডেলের প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও সেখানে শর্ত জুড়ে দিয়েছে পিসিবি চেয়ারম্যান। 

ভারতকে হাইব্রিড মডেলে খেলার সুযোগ দেওয়া হলে পাকিস্তানকেও আগামী তিন বছরের জন্য এ সুযোগ দিতে হবে। অর্থাৎ, ভারত আয়োজন করবে এমন বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানও খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু বিসিসিআই থেকে এ বিষয়ে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। 

উল্লেখ্য, মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীলঙ্কার সঙ্গে সহ-আয়োজক ভারত। ফলে বিসিসিআই যদি পিসিবির সিদ্ধান্ত মেনে নেয়, তবে আগামীতে ভারতের মাটিতে ছায়া মাড়াবে না পাকিস্তান ক্রিকেট দল। এছাড়া আইসিসির এখতিয়ারে না থাকলেও জটিলতা আছে ২০২৫ সালের এশিয়া কাপের আয়োজন নিয়েও। 

পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে নানান ঘটনা রটলেও এখনো কোন আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি ভারত। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের কাদা ছোঁড়াছুড়ির উপায় খুঁজছে উভয় দেশের গণমাধ্যম। তবে পাকিস্তানের প্রতি ভারতের বর্তমান সরকার এবং ক্রিকেট বোর্ড বরাবরই কঠোর আচরণ করছেন। যার ফলাফল শেষ পর্যন্ত কোথায় গড়ায় তা নিয়েও আছে শঙ্কা। 

এমআই