Advertisement
Us Bangla Airlines
প্রোটিয়াদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ক্লাসেন

প্রোটিয়াদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ক্লাসেন

খেলা ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২৭

পাকিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো দলটির অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তবে দলে থাকছেন না নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টেস্ট ম্যাচে অংশ নেওয়ায় থাকবেন না তিনি।

গেবেখায় শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষ হবে ৯ ডিসেম্বর। একদিন পর, ১০ ডিসেম্বর থেকেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে প্রোটিয়ারা। সিরিজ ব্যস্ততায় টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, কাগিসো রাবাদা ও ট্রিস্টান স্টাবসকেও পাবে না দক্ষিণ আফ্রিকা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ প্রথম জাতীয় দলে ফিরেছেন এনরিখ নরকিয়া এবং তাবরিজ শামসি। এছাড়া স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডেকে দলে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২১ সালে সবশেষ দক্ষিন আফ্রিকার হয়ে খেলেছেন এ অলরাউন্ডার।

আগামী ১০ ডিসেম্বর ডারবানে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৪ ডিসেম্বর।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল

হেনরিখ ক্লাসেন (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ম্যাথু ব্রিটস্কি, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, প্যাট্রিক ক্রুগার, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, আন্দিলে সিমেলানে, রাসি ফন ডার ডাসেন।

এমআই