Advertisement
Us Bangla Airlines
ইয়ামাল ফিরতেই জয় বার্সার, যা বলছেন কোচ ফ্লিক

ইয়ামাল ফিরতেই জয় বার্সার, যা বলছেন কোচ ফ্লিক

খেলা ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৩

ইনজুরিতে চার সপ্তাহ মাঠের বাহিরে ছিলেন বার্সোলোনার তরুণতুর্কী লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সী এই ফুটবলারের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে বার্সা। লা লিগায় গত চার সপ্তাহে এই স্প্যানিশ তারকাকে ছাড়াই তিন ম্যাচ খেলেছে হ্যান্সি ফ্লিকের দল। দুই হার এবং এক ড্র-তে ঝুলিতে পুড়েছে মোটে এক পয়েন্ট। 

শিরোপার দৌড়ে উল্টো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পথ সহজ করে দিচ্ছিল কাতালোনিয়ার দলটি। তবে ইনজুরি কাটিয়ে ইয়ামাল মাঠে ফিরতেই দারুণ জয়ে রাঙিয়েছে বার্সালোনা। রিয়াল মায়োর্কাকে ৫-১ গোল ব্যবধানে হারিয়েছে তারা। যেখানে এই এ তরুণ ফুটবলারের ১টি অ্যাসিস্ট ছিল।

বার্সার হয়ে স্কোরকার্ডে দুইবার নাম লিখিয়েছেন কাপ্তান রাফিনহো। একটি করে গোল করেছেন ফেররান তরেস, ফ্রেংকি ডি ইয়ং ও পাউ ভিক্তর।

ম্যাচে দুটো গোল করার সুযোগ পেলেও সেটা মিস করেন ইয়ামাল। গোল না করলেও বিস্ময় বালক দলে ফেরায় উজ্জীবিত বার্সা কোচ। অনবদ্যে জয়ে স্প্যানিশ তারকাকে ভাসিয়েছেন ভূয়সী প্রশংসায়।

ম্যাচ শেষে হান্সি ফ্লিক বলেন, ‘ইয়ামাল আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। মাঠে তার উপস্থিতি সবসময় ইতিবাচক দিক বয়ে আনে। সে আজকেও এক বা একাধিক গোল করতে পারতো। সবমিলিয়ে সে দারুণ খেলেছে’।

পুরো ম্যাচে একাই রাজত্ব করেছে হান্সির শিষ্যরা। পাস, শট, অন টার্গেট, গোল সংখ্যা- সবকিছুতেই এগিয়ে ছিল বার্সালোনা। দলের এমন অবদানেও খুশি কোচ।

তিনি বলেন, ‘দলের পারফরম্যান্সে অবশ্যই আমি খুশি। প্রথমার্ধে আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং গোলও করেছি। তবে ওরা পাল্টা আক্রমণে গোল শোধ করে দেয়। তবুও আমরা নিজেদের খেলা চালিয়ে গেছি। আজকের রাতটি যেভাবে গিয়েছে, গোটা দলই তাতে খুশি।’

লা লিগার এবারের আসরের সেরা গোলদাতা রবার্ট লেভানডফস্কি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৫টি গোল করেছেন এ পোলিশ ফুটবলার। বার্সার হয়ে সব প্রতিযোগিতার গত ২০ ম্যাচের শুরুর একাদশেও ছিলেন তিনি। তবে মায়োর্কার সাথে লেভানডফস্কি ছাড়াই একাদশ সাজায় বার্সা কোচ। দলের সেরা খেলোয়াড়কে কেন বাহিরে রাখা হলো এর জবাবও দিয়েছেন হান্সি ফ্লিক।

তিনি বলেন, ‘লেভানডফস্কির বিশ্রাম প্রয়োজন ছিল। আমরা তার দেখভাল করছি। আজকে তার মাঠে নামার প্রয়োজন ছিলো না। তার যখন প্রয়োজন হবে, আমরা তাকে খেলাবো।’

‘ফেররান তরেস দারুণ খেলেছে এবং সে তার প্রথম গোল করেছে। এটা তার জন্য গুরুত্বপূর্ন বিষয়’- যোগ করেন কোচ।

লা লিগায় ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সা। চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ এবং ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। 

এমআই