টেস্টে টাইগার পেসারদের নতুন রেকর্ড
খেলা ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩
অ্যান্টিগায় প্রথম টেস্টে ১২ উইকেট নিয়ে দাপট দেখিয়েছিলো টাইগার পেসাররা। ম্যাচের তৃতীয় ইনিংসে ক্যারিবিয়দের একাই ৬ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে জেইডেন সিলসদের বোলিং তোপে ২০১ রানের বড় ব্যবধানে হারে মিরাজের দল। পরাজয় বরণ করলেও সিরিজের শেষ ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফেরার হুংকার দিয়েছিলেন টাইগার কাপ্তান।
কিংস্টনে দ্বিতীয় টেস্টে আবারও ব্যাটিং ব্যর্থতার কবলে পড়ে বাংলাদেশ। ওপেনার সাদমানের অর্ধশতকে মাত্র ১৬৪ রানের পুঁজি পায় টাইগার ব্যাটাররা। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে বল হাতে ঝলক দেখান গতিময় পেসার নাহিদ রানা। টানা ৯০ মাইলের বেশি গতিতে বল করা এ পেসার ক্যারিবীয় ব্যাটারদের ভিত নাড়িয়ে দেন। তাতে বাংলাদেশ থেকে ১৮ রান পিছিয়ে ইনিংস শেষ করে ব্রাথওয়েটের দল।
নাহিদের ফাইফারে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট তুলে নেয় টাইগার পেসাররা। তৃতীয় ইনিংসে জাকির-সাদমানের সাহসী ব্যাটিংয়ে ২৭৩ রানের লিড দেয় বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের হাতে ৫ উইকেট খোয়ায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে ১০১ রানের বড় ব্যবধানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বছরের তৃতীয় টেস্ট জয়ের সাথে নতুন রেকর্ড গড়ে হাসান-তাসকিনরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগার পেসারদের পকেটে ঢুকে ২৫ উইকেট। যা বাংলাদেশ পেসারদের হয়ে কোন সিরিজে সর্বোচ্চ অর্জন। এর আগে ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পেসার রবিউল ইসলামের নেতৃত্বে ফাস্ট বোলাররা সর্বোচ্চ ২২ উইকেট তুলেন। চলতি বছরে পাকিস্তান সিরিজে এ অর্জনে ভাগ বসান আন্দ্রে অ্যাডামসের শিষ্যরা।
ফাস্ট বোলারদের অর্জনে যোগ হয়েছে আরও এক মাইলফলক। ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া দশ টেস্টে পেসাররা দখল করেছেন ৮২ উইকেট। যা টাইগার ক্রিকেট ইতিহাসে এক বছরের মধ্যে সর্বোচ্চ উইকেট। এর আগে ২০২২ সালে প্রতিপক্ষের ৫৫ উইকেট তুলে নেয় এবাদাত-খালেদরা।
এমআই