Advertisement
Us Bangla Airlines
ভারতের মিথ্যাচার, চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের আয় কত?

ভারতের মিথ্যাচার, চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের আয় কত?

খেলা ডেস্ক

২১ মার্চ ২০২৫, ১৮:৪২

ভারত-পাকিস্তানের সাপে নেউলে সম্পর্ক নতুন কিছু নয়। সুযোগ পেলেই পাকিস্তানকে খোঁচা দেয় ভারত। এছাড়া ভারতীয় গণমাধ্যমে হারহামেশাই পাকিস্তান নিয়ে গুজব ছড়াতে দেখা যায়। উভয় দেশের রাজনৈতিক দ্বন্দ্ব গেল এক যুগ ধরে খেলার মাঠেও গড়িয়েছে। ফলে ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ যেন আলাদা উত্তাপ। 

ভারতের আপত্তির জেরে সম্প্রতি সমাপ্ত হওয়া চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল। ফলে আয়োজক পাকিস্তান হওয়ার পরেও ভারতের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। চ্যাম্পিয়নস ট্রফিতে হওয়া তিনটি ম্যাচ আবার বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে বলে খবর ছড়িয়েছিল ভারতীয় গণমাধ্যম।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানায়, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করে পিসিবির ৮৫ মিলিয়ন ডলার (প্রায় ১০৩২ কোটি টাকা) লোকসান হয়েছে। কারণ হিসেবে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচের কথা উল্লেখ করেছে গণমাধ্যমগুলো। তবে ভারতের এমন প্রোপাগান্ডার কড়া জবাব দিয়েছে পিসিবি।

গতকাল (বৃহস্পতিবার) পিসিবি সভাপতির পরামর্শক আমির মির ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জাভেদ মুরতাজা ভারতের মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানান। আমির মির বলেন, ‘পাকিস্তান-বিরোধী উপাদান নিয়ে ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডার দোকান খুলে বসেছে। যা আমরা পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছি। দুর্ভাগ্যবশত কিছু পাকিস্তানি মিডিয়াও সেসব খবর প্রচার করছে।’

তিনি বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য পিসিবি কোনো অর্থই খরচ করেনি, ৭০ মিলিয়ন ডলারের পুরো অর্থ আইসিসি বহন করেছে। তবে এখনও পুরো অডিট সম্পন্ন হয়নি।’

এদিকে পিসিবির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জাভেদ মুরতাজা বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি থেকে পিসিবি প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে। অডিট শেষ হলে এই অর্থ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার জন্য যে ক্ষতি হয়েছে, তার জন্য আইসিসির কাছ থেকে আরও ৯৩ কোটি রুপি পাবে পিসিবি।’

পাকিস্তানের ক্রিকেট বোর্ড অনুযায়ী, লোকসান তো দূরের কথা; চ্যাম্পিয়নস ট্রফি থেকে প্রায় ২০০ কোটি রুপি আয় করেছে পাকিস্তান।

এমআই