Advertisement
Us Bangla Airlines
রোহিতকে ঘুরে দাঁড়ানোর গোপন মন্ত্র দিলেন যুবরাজের বাবা!

রোহিতকে ঘুরে দাঁড়ানোর গোপন মন্ত্র দিলেন যুবরাজের বাবা!

খেলা ডেস্ক

২৮ মার্চ ২০২৫, ১৭:৫৩

যুবরাজ সিংকে চিনবে না, এমন ক্রিকেট ভক্ত পাওয়া দুষ্কর। ভারতের এই কিংবদন্তি ব্যাটার সবচেয়ে বেশি আলোচনায় আসেন ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে। ক্রিকেট ছাড়লেও এখন নিজের নামের কীর্তিতে সুনাম কুড়ান যুবরাজ সিং। তবে ছেলের নামডাকের মাঝে প্রায়ই বাধা হয়ে দাঁড়ান তার বাবা যোগরাজ সিং। 

যুবরাজের বাবা ছাড়াও একাধিক পরিচয় আছে যোগরাজের। তিনি ভারতের সাবেক ক্রিকেটার। জাতীয় দলের জার্সিতে ৭ ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া রেফারি হিসেবেও কাজ করেছেন ৬৭ বছর বয়সী এই ক্রিকেটার। অভিনয়ের তালিকাতেও নাম লিখিয়েছেন যুবরাজের বাবা। তবে এত সব পদবী ছাড়িয়ে যোগরাজ আলোচনায় আসেন তার বিস্ফোরক মন্তব্যে।

গুঞ্জন ওঠেছে, সাদা পোশাকের ক্রিকেট থেকে সরে যেতে চাইছেন ভারতীয় কাপ্তান রোহিত শর্মা। অজিদের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ৬ ইনিংসে মাত্র ৩১ রান করেছেন তিনি। রোহিতকে বাদ দেওয়ার পক্ষে ঢেউ তুলেছিলেন ভক্ত-বিশ্লেষকেরা। এমনকি রোহিতও নাকি স্বেচ্ছায় টেস্ট থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন।

তবে রোহিতের ফর্ম ফিরে পেতে এবার গোপন মন্ত্র বাতলে দিলেন যুবরাজের বাবা। তার মতে, রোহিত-কোহলিদের নিয়ে আগামী কয়েক বছরের জন্য ভারতকে আরও অপ্রতিরোধ্য করে তোলা সম্ভব। তিনি কোচ হলে রোহিতকে ২০ কিলোমিটার দৌড় করিয়ে প্রস্তুত করতেন তিনি।

যোগরাজ বলেন, ‘আমাকে ভারতের কোচ করা হলে, এই ক্রিকেটারদের ব্যবহার করেই দলটাকে আগামী কয়েক বছরের জন্য অপ্রতিরোধ্য করে দেব। মানুষজন সব সময় রোহিত এবং কোহলিকে বাদ দেয়ার জন্য তৈরি থাকে। কিন্তু কেন? ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমি সন্তানের মতো ব্যবহার করব ওদের সঙ্গে। বলব, আমি তোমাদের সঙ্গে আছি। রঞ্জি খেলো। রোহিতকে ২০ কিলোমিটার দৌড়াতে বলব। এগুলো কেউ করে না। রোহিত, কোহলি এক এক জন হিরো। ওদের ফেলে দেয়া যাবে না। আমি ওদের পিতার মতো পাশে থাকব।’
 
এর আগে পাকিস্তানের দুঃসময় কাটিয়ে উঠতে দলটির কোচ হতে চান বলেও মন্তব্য করেছেন যোগরাজ। তার আগে গত বছর মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিতর্ক তৈরি করেছিলেন তিনি। সেই সময় যোগরাজের মানসিক সমস্যা রয়েছে বলে দাবি করেছিলেন ছেলে যুবরাজ। 

তিনি বলেন, ‘আমার মনে হয় বাবার মানসিক সমস্যা রয়েছে। বাবা স্বীকার করতে চান না। কিন্তু ওনার উচিত এই বিষয়ে কথা বলা। উনি স্বীকার না করলেও এটাই সত্যি।’

এদিকে সম্প্রতি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে নিয়েও মন্তব্য করে বসেছেন যোগরাজ সিং। তিনি বলেন, ‘অজুর্নকে ৬ মাসের মধ্যে বিশ্বের সেরা ব্যাটার বানিয়ে দেব।’ তবে যুবরাজের বাবার এমন মন্তব্যে হাস্যরসেই মাতেন নেটিজেনরা।

এমআই