
‘মানুষের উচিত আমার হতাশা নিয়ে কথা না বলা’
খেলা ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৬:১০
ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন কিলিয়ান এমবাপে। চলতি মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে এসে এখনো ধারাবাহিক হতে পারেননি এ ফরাসি তারকা। শুরুটা বেশ দারুণ হলেও, ধীরে ধীরে যেন খানিক ফিকে হচ্ছেন এই ফ্রেঞ্চ সেনসেশন। ওপেন প্লে তো বটেই, পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হচ্ছেন তিনি। চলতি বছরেই চারটি পেনাল্টি মিস করে ‘মিস পেনাল্টি’ খেতাব পেয়েছেন বিশ্বকাপ জয়ী এ ফুটবলার।
ফ্রান্স দলেও সম্প্রতি জায়গা হারিয়েছেন বাজে ফর্মের জন্য। এমবাপের এমন গোলখরার কারণে ভুগছে রিয়াল মাদ্রিদ। লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগে নিজেদের খুঁজে ফিরছে কার্লো আনচেলত্তির দল। সবশেষ লা লিগা ম্যাচে বিলবাওয়ের সাথে ২-১ গোলে হেরেছিল তারা। সেখানেও দায় আছে কিলিয়ান এমবাপের। পেনাল্টি থেকে গোল করার সহজ সুযোগ মিস করেছিলেন ২৫ বছর বয়সী এ ফুটবলার।
পেনাল্টি মিসের পর এমবাপের নিবেদন আর তার মেধা নিয়ে ইতিবাচক মন্তব্য ছিল কোচ আনচেলত্তির। এবার এমবাপে নিজেও শোনালেন আত্মবিশ্বাসের কথা, ‘তারা (সমর্থকেরা) আমার হতাশা নিয়ে কথা বলছে। কিন্তু আমি আমার ফর্ম নিয়ে হতাশ নই।’
‘অবশ্যই আমার কিছু সমস্যা ছিল, ক্লান্তি ছিল, কিছু কাজ আমি নিজের মতো করতে পারিনি- তবে সব মিলিয়ে আমি হতাশ নই। মানুষের উচিত আমার হতাশা নিয়ে এমন কিছু না বলা। যদিও অধিকাংশ মানুষ হতাশায় ভুগেন’- যোগ করেন তিনি।
চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে নিজের ফর্ম খুঁজে বেড়াচ্ছেন এমবাপে। লা লিগায় ১৫ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ৯টি, অ্যাসিস্টের সংখ্যা ১। চ্যাম্পিয়নস লিগে তার পারফরম্যান্স আরও খারাপ। ৫ ম্যাচে গোল মাত্র ১টি, সাথে সমানসংখ্যক অ্যাসিস্ট। সুপারে কাপে এক ম্যাচে ১টি গোল করেছেন এ ফরাসি তারকা।
এমবাপের এমন নিষ্প্রভ পারফরম্যান্সে বরাবরই সমর্থন জুগিয়েছেন কার্লো আনচেলত্তি। আতালান্তার বিপক্ষে নামার আগে এমবাপের বন্দনা গাইলেন ইতালিয়ান এ কোচ। তিনি বলেন, ‘এমবাপে দারুণ, সে নিজের উন্নতি করছে। তার আত্মবিশ্বাস জোগাতে আমি সবসময় তার পাশে আছি। সবশেষ দুই ম্যাচে সে খুব সক্রিয় ছিল।’
প্রসঙ্গত, চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে আধিপত্যের পরিবর্তে টিকে থাকার লড়াই করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ৫ ম্যাচের তিনটিই হেরেছে এমবাপেরা। তাতে পয়েন্ট তালিকায় দলটির অবস্থান ২৪ নম্বরে। চলমান অবস্থা অব্যাহত থাকলে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে রাউন্ড অব সিক্সটিনে যেতে লস ব্লাঙ্কোসদের পেরুতে হবে প্লে-অফের বাধা।
এমআই