Advertisement
Us Bangla Airlines
১৪ মাস পর কারাগারের চার দেয়ালের বাইরে আলভেজ 

১৪ মাস পর কারাগারের চার দেয়ালের বাইরে আলভেজ 

খেলা ডেস্ক

২১ মার্চ ২০২৪, ১১:৪৫

ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজকে জামিন দিয়েছেন আদালত। গতকাল (বৃহস্পতিবার) বার্সেলোনার একটি আদালত ১০ লাখ ইউরো (প্রায় ১২ কোটি টাকা) মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। অবশ্য জামিন পেলেও কিছু শর্ত মেনে চলতে হবে বার্সেলোনার সাবেক এই ফুটবলারকে। 

জামিনে থাকা অবস্থায় স্পেন ছাড়তে পারবেন না আলভেজ। অভিযোগ আনা তরুণীর বাসস্থান ও কর্মস্থলের এক হাজারের মিটারের মধ্যেও প্রবেশ করতে পারবেন না। এ ছাড়া ব্রাজিল ও স্পেনের পাসপোর্ট জমা দিয়ে প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে।

ইএসপিএন জানিয়েছে, আলভেজের জামিন আবেদন নিয়ে আদালতে শুনানি চলাকালে তার আইনজীবী ইনেস গার্দিওলা বলেন, জামিনে থাকলে আলভেজ স্পেনের বাইরে যাবেন না। মামলার কোনো আলামত-প্রমাণও ধ্বংস করার চেষ্টা করবেন না। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে আলভেজ বলেন, আমি ন্যায়বিচারে বিশ্বাসী। আমি কোথাও পালিয়ে যাব না। শেষ পর্যন্ত আদালতের হাতেই থাকব।

বর্ণাঢ্য ক্যারিয়ারটা দারুণভাবেই শেষ হতে পারত আলভেজের। ফুটবলাঙ্গনে শেষ মুহূর্তের সময়ে তাকে সম্মান দেখিয়ে কাতার বিশ্বকাপের দলে রেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বড় বড় ক্লাবের হয়ে খেলায় জিতেছেন অসংখ্য মেজর ট্রফি। তবে মাঠকে বিদায় বলার আগেই তার গায়ে লেগেছে কলঙ্কের দাগ। ২০২২ বিশ্বকাপের পর ছুটি কাটাতে স্পেনের বার্সেলোনায় গিয়ে এক নারীর সঙ্গে অন্তরঙ্গতায় জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে সেই নারী দানি আলভেজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। 

প্রায় দেড় বছর ধরে ধর্ষণকাণ্ডের বিচার কার্যক্রম চলার পর জেলে অন্তরীণ থাকা বার্সেলোনার সাবেক এই তারকাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেয় স্পেনের আদালত। একইসঙ্গে ভুক্তভোগী তরুণীকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দিতেও বলা হয় আলভেজকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল একটি নাইটক্লাবের ভিআইপি সেকশনের টয়লেটে যেতে ওই তরুণীকে প্রলুব্ধ করেন আলভেজ। যদিও তার দাবি— তিনি ভুক্তভোগীকে বলেছিলেন, তুমি চাইলে চলে যেতে পারো। তবে যাইহোক ওই ঘটনায় তরুণী সম্মতি দেননি বলে প্রমাণ পেয়েছেন আদালত। সবমিলিয়ে দেড় বছরের বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমাণিত হন আলভেজ। 

৪০ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ার ছিল অনেকগুলো ট্রফিতে মোড়ানো। ফুটবল ইতিহাসে মেসির পর সবচেয়ে বেশি ট্রফি জয় করেছেন তিনিই। জিতেছেন ৪০ এর বেশি শিরোপা। ছিলেন পেপ গার্দিওলার সর্বজয়ী বার্সেলোনা টিমের অংশ। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে বার্সা ছাড়ার পর পুমাসের সঙ্গে চুক্তি করেন আলভেজ। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় সেই চুক্তি বাতিল করে মেক্সিকান ক্লাব।

বার্সা ছাড়াও আলভেজ খেলেছেন সেভিয়া, পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবে। এ ছাড়া ২০২২ ফিফা কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের অংশ ছিলেন এই ডিফেন্ডার। অধিনায়ক হিসেবে জিতেছেন ২০১৯ সালের কোপা আমেরিকার শিরোপা।